ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পটিয়ায় দুপক্ষের সংঘর্ষ অগ্নিসংযোগ ॥ আহত ৫

প্রকাশিত: ০৯:১৪, ১৪ মার্চ ২০২০

পটিয়ায় দুপক্ষের সংঘর্ষ অগ্নিসংযোগ ॥ আহত ৫

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ১৩ মার্চ ॥ রাস্তা ও জায়গার বিরোধ নিয়ে চট্টগ্রামের পটিয়ায় দুপক্ষের মধ্যে মারামারি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। শুক্রবার বেলা আড়াইটার দিকে পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের বাণীগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। উভয় পক্ষের মারামারিতে আহত হয়েছেন হাশেম (৫৫), মোঃ আলমগীর আলম (৪৫), মেহেরাজ খাতুন (৬০), রনি আকতার (২০), তাহের হোসেন (২৪)। আহতরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। বোয়ালখালী ফায়ার সার্ভিসের একটি টিম দীর্ঘ প্রচেষ্টার পর শুক্রবার বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে পুড়ে গেছে বাণীগ্রাম এলাকার আনছার আলী, মুনছুর আলী, হারুন, গোলামুর রহমান, সজিব, হাবিবুর রহমান, মোঃ ইউনুচ, আবদুল মালেক, পারভীন আকতার ও রুবেলের বসতঘর। এতে ক্ষয়ক্ষতি হয়েছে অন্তত ২০ লাখ টাকা। জানা গেছে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের বাণীগ্রাম এলাকার মোঃ হাশেমের পরিবারের সঙ্গে একই এলাকার হাবিবুর রহমানের পরিবারের মধ্যে রাস্তা ও জায়গার বিরোধ চলে আসছিল। এ ঘটনাকে কেন্দ্র করে প্রায় সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে থাকে। শুক্রবার দুপুরে এই বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিত-া হয়। এক পর্যায়ে রিপন নামের একজন উত্তেজিত হয়ে কেরোসিন ঢেলে বসতঘর জ্বালিয়ে দেয়ার হুমকি দেন। এসময় স্থানীয় লোকজন উত্তেজিত রিপনকে আটকে রাখে। কিন্তু বেলা ২টার দিকে মোঃ হাশেমদের বসতঘরে আগুন লাগে। এই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ১০টি বসতঘর পুড়ে যায়। খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও পুলিশ কোন ক্লু বের করতে পারেনি। আহত মোঃ ফারুকের বোন সায়ম রশিদ জানিয়েছেন, রাস্তা ও জায়গার বিরোধ নিয়ে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে মারামারির ঘটনাও হয়েছে। তাদের ফাঁসানোর জন্য বসতঘরে পরিকল্পিতভাবে আগুন দেয়া হয়েছে বলে দাবি করেন। তবে হাবিবুর রহমানের ভাগিনা মোঃ তাহের জানিয়েছেন, জায়গার বিরোধ নিয়ে একপক্ষ তার মামার বসতঘরে আগুন দিয়েছে। চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরলে থানায় মামলা করবেন।
×