ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজবাড়ীতে মাদ্রাসা শিক্ষককে গুলি করে হত্যা

প্রকাশিত: ০৯:১২, ১৪ মার্চ ২০২০

রাজবাড়ীতে মাদ্রাসা শিক্ষককে গুলি করে হত্যা

নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী, ১৩ মার্চ ॥ পাংশা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আসাদুল খান নামে এক মাদরাসা শিক্ষককে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত আসাদুল কসবামাঝাইল ইউনিয়নের সুবর্ণখোলা গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে। শুক্রবার ভোরে সুবর্ণখোলা গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কসবামাঝাইল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কামরুজ্জামান এবং পরাজিত চেয়ারম্যান প্রর্থী জজ আলী গ্রুপের বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে সুবর্ণখোলা গ্রামে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুক্রবার ভোরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় দুপক্ষের গোলাগুলিতে আসাদুল খা নামে কামরুজ্জামান গ্রুপের একজন নিহত হয়। আহত হয় দশজন। আহতদের পাংশা হাসপাতালে ভর্তি করা হয়। পাংশা থানার ওসি আহসান উল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আখাউড়ায় ট্রেনে যুবকের লাশ স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ট্রেন থেকে অজ্ঞাত (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে ফেরা তিতাস কমিউটার ট্রেনের ভেতরে একটি বাক্সে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি পাওয়া যায়। আখাউড়া রেলওয়ে জংশন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস জানান, বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে ফেরা তিতাস কমিউটার ট্রেনটিতে সর্বশেষ গন্তব্য আখাউড়া রেলওয়ে স্টেশনে এসে থামে। যাত্রীরা ট্রেন থেকে নেমে যায়। এ সময় ট্রেনের ‘ঘ’ বগির ভেতরে থাকা একটি বাক্স দেখতে পায় কয়েক যাত্রী। পরে রেলওয়ে থানায় অবগত করলে পুলিশ এসে বাক্সের ভেতরে রশি দিয়ে হাত-পা বাঁধা এক যুবকের মরদেহ উদ্ধার করে। তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে কোন এক জায়গায় যুবকটিকে হত্যার পর বাক্সবন্দী করে মরদেহটি ট্রেনে উঠিয়ে দিয়েছে। মরদেহটি রেলওয়ে থানায় রাখা আছে।
×