ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে কাঠ জব্দ

প্রকাশিত: ০৯:১২, ১৪ মার্চ ২০২০

কক্সবাজারে কাঠ জব্দ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ রামু এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করেছে বনকর্মীরা। কক্সবাজার উত্তর বন বিভাগ ও বাঁকখালী রেঞ্জের যৌথ প্রচেষ্টায় রামু উপজেলা সদরের নিকটবর্তী স্থানে শুক্রবার ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। জানা গেছে, বন বিভাগের বিশেষ টহল দল ৩৬টি অবৈধ গর্জন ও তেলসুর লম্বা তক্তা অন্যত্র সরবরাহকালীন জব্দ করে। সেই সঙ্গে ২টি স’মিলে অভিযান চালিয়ে এক হাজার আর এফ সেগুন বল্লী, ৫০.০ ঘনফুট গোলকাঠ জব্দ করা হয়েছে। জব্দকৃত কাঠের মূল্য দুই লাখ টাকা বলে জানিয়েছে বনকর্মীরা। কাজী ও বরের জরিমানা নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৩ মার্চ ॥ চরভদ্রাসনে বাল্যবিয়ের দায়ে কাজী ও বরের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার গাজীরটেক ইউনিয়নের চর সর্বান্দিয়া গ্রামে এ অভিযান চালানো হয়। এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা। আদালত বাল্যবিবাহ করায় বর সৌদি প্রবাসী পাশের সদরপুর উপজেলার আকটের চর গ্রামের নজরুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া মেয়ের বয়স না হওয়া সত্ত্বেও ভুয়া রেজিস্টারে এ বিবাহ নথিভুক্ত করায় কাজী চরভদ্রসন সদর ইউনিয়নের উপজেলা সদর বাজার এলাকার সায়েদুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। আদালত সূত্রে জানা যায়, ওই কনে একজন কিশোরী। তার বয়স ১৭ বছর নয় মাস। কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।
×