ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কেজিডিসিএলের অভিযান

এক মাসে ৬৭৭ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ০৯:১১, ১৪ মার্চ ২০২০

এক মাসে ৬৭৭ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ অবৈধ সংযোগ ও অননুমোদিত সরঞ্জামের মাধ্যমে গ্যাস ব্যবহার এবং বকেয়া বিলের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)। মাসব্যাপী অভিযানে বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন করা হয়েছে ৬৭৭টি সংযোগ। বৃহস্পতিবার কেজিডিসিএল জনসংযোগ বিভাগ সূত্রে জানানো হয়, মহানগরী ও জেলার ওয়াজেদীয়া, পাঠানপাড়া, অক্সিজেন, বায়েজিদ, হামজারবাগ, চান্দগাঁও, রাহাত্তারপুল, মাস্টারপুল, বাকলিয়া, জামালখাঁন, খুলশী, রাউজান, রাঙ্গুনিয়া, কর্ণফুলী, পটিয়া, রেয়াজউদ্দিন বাজার, চরচাক্তাই, কোতোয়ালী, পতেঙ্গা, পাহাড়তলী, দক্ষিণ কাট্টলী, উত্তর কাট্টলী, জাফরাবাদ এবং ভাটিয়ারীসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ভিজিল্যান্স টিম মাসব্যাপী সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করে। অভিযানে ৬৬১টি আবাসিক, ১১টি বাণিজ্যিক, ২টি শিল্প, ২টি সিএনজি ও ১টি ক্যাপটিভ পাওয়ারসহ মোট ৬৭৭টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সংযোগ বিচ্ছিন্নের সময় কেজিডিসিএলের প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ, ব্যবস্থাপক (ভিজিল্যান্স) ও প্রকৌশলী মোঃ আলমগীর হোসেন এবং প্রকৌশলী পলাশ সরকারসহ অন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। শাবিতে ‘গ্রন্থী সম্মেলনে’ লেখকদের মিলনমেলা শাবি সংবাদদাতা ॥ বর্তমান সময়ের খ্যাতনামা কবি, কথাসাহিত্যিক ও উপন্যাসিকদের নিয়ে দিনব্যাপী লেখক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। নব্বই দশকের সাহিত্য পত্রিকা ‘গ্রন্থী’র তিন দশকে পদার্পণ উপলক্ষে শুক্রবার দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে এ লেখক সম্মেলন অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টায় ‘গ্রন্থী লেখক সম্মেলন ২০২০’ শিরোনামের এ সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এ সময় গ্রন্থীর সম্পাদক শামীম শাহান উপস্থিত ছিলেন। এ আয়োজনের সহযোগী হিসেবে ছিল বিশ্ববিদ্যালয়ের সাহিত্য বিষয়ক সংগঠন ‘অবিদ্যা’। দিনব্যাপী সাহিত্য আসরের বিভিন্ন অধিবেশনে বর্তমান সময়ে সাহিত্য অঙ্গনের অবস্থা, সাহিত্য রচনায় সমস্যা ও সঙ্কট, বর্তমান সাহিত্যের গতি-প্রকৃতি ও ভবিষ্যত প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়।
×