ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বি. বাড়িয়ায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ৫০

প্রকাশিত: ০৯:১১, ১৪ মার্চ ২০২০

বি. বাড়িয়ায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ৫০

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ শুক্রবার দুপুরে সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে বিবাদমান দুটি গোষ্ঠীর লোকদের মধ্যে সংঘর্ষে ১ জন নিহত ও ৭ পুলিশ সদস্যসহ অর্ধশত আহত হয়েছে। স্থানীয়রা জানায়, পরমানন্দপুর গ্রামের দেওয়ান গোষ্ঠী ও খাঁ গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে খাঁ গোষ্ঠীর আইয়ুব খান ও তার ছেলেকে মারধর করে দেওয়ান গোষ্ঠীর লোকজন। এ নিয়ে সেখানে উত্তেজনা দেখা দেয়। এর জের ধরে শুক্রবার দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় খাঁ গোষ্ঠীর শামসুল হক (৫০) নিহত হন। এ ঘটনায় ৭ পুলিশ সদস্যসহ ৫০ জন আহত হয়। আড়াইহাজারে আহত ১৫ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে জানান, আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় উপজেলার পৌরসভাধীন ৬নং ওয়ার্ডের গাজীপুরা এলাকায় এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার গাজীপুরা এলাকায় গিয়াসউদ্দিন গং ও মনির গংদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয়পক্ষই দা, ছুরি, লাঠিসোটা ও অন্যান্য দেশীয় তৈরি অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া পাল্টাধাওয়ায় লিপ্ত হয়। এ সংঘর্ষে ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে ১২ জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরা হলো- গিয়াসউদ্দিন, তাসলিমা, জালালউদ্দিন, নুর মোহাম্মদ, নাজমা, শুকুরি, তাজিমউদ্দিন, বিল্লাল, মনির, হালিম, শহিদউল্যাহ ও সুমাইয়া। আহত গিয়াসউদ্দিন জানান, পৈত্রিক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ৫০ শতাংশ বসত বাড়ি তারা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন। কিন্তু তার প্রতিবেশী মনির গংয়েরা পর্চা সূত্রে একই জমির মালিকানা দাবি করছেন। এনিয়ে তাদের সঙ্গে বিরোধ দেখা দেয়। এরই জেরে তারা দা, ছুরি, লাঠিসোটা ও অন্যান্য দেশীয় তৈরি অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালালে তাদের পরিবারের ৫ সদস্য আহত হয়। অপরদিকে অভিযোগ অস্বীকার করে আহত মনির জানান, ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি গিয়াসউদ্দিন গংয়েরা জোরপূর্বক দখল করার চেষ্টা করেন।
×