ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কর্ণফুলী থেকে ২ লাখ ইয়াবা উদ্ধার

প্রকাশিত: ০৯:১০, ১৪ মার্চ ২০২০

কর্ণফুলী থেকে ২ লাখ ইয়াবা উদ্ধার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ কর্ণফুলী নদীর পতেঙ্গা এলাকা থেকে ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কোস্টগার্ড। জব্দ করা হয়েছে ইয়াবা পাচারে ব্যবহৃত বোট। শুক্রবার ভোরে কোস্টগার্ড সদস্যরা পতেঙ্গা ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এ মাদক দ্রব্য উদ্ধার করে। কোস্টগার্ড পূর্বজোনের স্টাফ অফিসার কমান্ডার সাইফুল ইসলাম জানান, একটি বোটে ইয়াবা ট্যাবলেট বহন করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এতে উদ্ধার হয় ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট। তবে অভিযানে কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। আঁচ করতে পেরে তারা ইয়াবা রেখে সটকে পড়ে। কিন্তু পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট ২ কারবারিকে শনাক্ত করা গেছে। তাদের গ্রেফতারে কোস্টগার্ডের অভিযান চলছে। আটক ইয়াবার ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে ১৬ কক্ষ পুড়ে ছাই স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১৬ আশ্রয় কক্ষ, দোকান ও অফিস। শুক্রবার বেলা ১১টায় রান্না ঘরের চুলা থেকে ডি-৫ ব্লকে অগ্নিকা-ের এ ঘটনা ঘটে। উখিয়া কুতুপালং আন-রেজিস্টাট ক্যাম্প সভাপতি মোঃ নুর জানান, উখিয়ার ফায়ার সার্ভিসকে খবর দেয়ার পরও তারা ঘটনাস্থলে পৌঁছতে দেরি করায় ক্যাম্পের ১৬ কক্ষ, দোকান অফিস পুড়ে যায়। উখিয়ার ফায়ার সার্ভিসের স্টেশন কমন্ডার এমদাদুল হক জানান, তারা রোহিঙ্গা ক্যাম্পে দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে না এলে পুরো ক্যাম্প পুড়ে যেত।
×