ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

একযোগে আতশবাজি, ১৭ মার্চ রাত ৮ টায় মুজিববর্ষের সূচনা

প্রকাশিত: ১২:৩৪, ১৩ মার্চ ২০২০

একযোগে আতশবাজি, ১৭ মার্চ রাত ৮ টায় মুজিববর্ষের সূচনা

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধুর জন্মের শুভক্ষণে আতশবাজির মাধ্যমে মুজিববর্ষের সূচনা করা হবে। ১৭ মার্চ রাত ৮টায় ঢাকাসহ দেশের সকল জেলা ও উপজেলায় একযোগে এ আতশবাজির আয়োজন করা হবে। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী এ নির্দেশনা দেন। মুজিববর্ষের উদ্বোধনী দিনের কর্মসূচী ব্যাখ্যা করে তিনি বলেন, জাতির জনক রাত ৮টায় জন্মগ্রহণ করেছিলেন। একই সময় উৎসবমুখর পরিবেশে জন্মবার্ষিকীর অনুষ্ঠান শুরু করতে চাই আমরা। ১৭ মার্চ রাত ৮টায় দেশের প্রতিটি জেলা ও উপজেলার বিভিন্ন স্থানে জনসমাগম এড়িয়ে আতশবাজির আয়োজন করা হবে। এর মাধ্যমেই শুরু হবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর মূল আয়োজন। ভিডিও কনফারেন্স থেকে ১৭ মার্চ রাতে জেলা ও উপজেলা পর্যায়ে একই সঙ্গে আতশবাজির আয়োজন করার নির্দেশনা দেয়া হয়। একই সঙ্গে সেদিনের টেলিভিশন অনুষ্ঠানগুলো সর্বস্তরের জনগণ যাতে দেখতে পারে, সংশ্লিষ্টদের সে বন্দোবস্ত করার কথাও বলেন তিনি। কামাল চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে আমাদের আয়োজনগুলোর সঙ্গে যেন সেবা ও উন্নয়ন সম্পৃক্ত করা হয়। জন্মশতবর্ষ আরও তাৎপর্যমন্ডিত করতে তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে তুলে ধরার পরামর্শ দেয়া হয় কনফারেন্স থেকে। জেলা প্রশাসকদের উদ্দেশে কামাল চৌধুরী বলেন, আমাদের সাইটে ভিডিও ফুটেজগুলো রয়েছে। আপনারা সেগুলো প্রচার করুন যাতে করে তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুর নানা অবদান সম্পর্কে অবহিত হতে পারে।
×