ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফ্যাশন সংবাদ

প্রকাশিত: ১২:২৭, ১৩ মার্চ ২০২০

ফ্যাশন সংবাদ

কারুপল্লী বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড পরিচালিত হস্ত ও কুটির শিল্পের প্রতিষ্ঠান কারুপল্লীতে চলছে বার্ষিক মূল্যছাড়। চলবে ২২ মার্চ পর্যন্ত। ৩ মার্চ সকালে মূল্যছাড় কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের সচিব ও পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোঃ গিয়াস উদ্দিন আহমেদ। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন বোর্ডের পরিচালকরাসহ উর্ধতন কর্মকর্তারা। মূল্যছাড়ে কারুপল্লীর পণ্য কেনা যাবে ১৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ে। কারুপল্লীর পণ্যের মধ্যে আছেÑ শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি, শার্ট, ফতুয়া, শিশুদের পোশাকসহ বিভিন্ন কারুপণ্য। কারুপল্লীর বিক্রয় কেন্দ্র আছে কারওয়ান বাজারের পল্লী ভবনের নিচতলায়। আর্টিজান ফ্যাশন ব্র্যান্ড আর্টিজান এনেছে এ সময়ের আবহাওয়া উপযোগী নতুন ডিজাইনের টি-শার্ট, পলো শার্ট, শার্ট ও পাঞ্জাবি। আরামদায়ক কাপড়ে তৈরি এসব পোশাকের ডিজাইনে রয়েছে বৈচিত্র্য। খুচরার পাশাপাশি পাইকারি কেনা যাবে। বিক্রয় কেন্দ্র : ৮১/৮২, (দ্বিতীয় তলা); ৩/৩২ (তৃতীয় তলা); ৬৯ (নিচতলা) ও ১১৭/১১৭এ (দ্বিতীয় তলা) আজিজ সুপার মার্কেট শাহবাগ; শম্পা মার্কেট, রিং রোড, আদাবর; নিউ মার্কেট, শেরপুর; এমএম টাওয়ার, সওদাগর পট্টি, ফেনী; ঝিলটুলী, ফরিদপুর; টাইন হল রোড, হবিগঞ্জ ও এশিয়ান টাওয়ার (তৃতীয় তলা), বাসস্ট্যান্ড, জয়দেবপুর, গাজীপুর। মোবাইল : ০১৯১৯৯৯১৮০১ ব্যাঙ যে কোন উৎসবকে নান্দনিক করতে ফ্যাশন আউটলেট ব্যাঙ উৎসবনির্ভর পোশাকের আয়োজন করে। বরাবরের মতো এবারও ব্যাং বসন্তকে মুখর করতে আরামদায়ক পোশাক তৈরিতে ব্যস্ত। ফ্যাশন হাউস ব্যাঙ এই বসন্তে ক্রেতা সাধারণের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ নতুন পণ্য। ব্যাঙের বসন্ত ঋতুর পোশাকগুলোতে ফুটে উঠেছে বর্তমান ট্রাডিশন। দেশের বৃহৎ পছন্দের ব্র্যান্ড ব্যাঙ এ পাবেন আধুনিক ফ্যাশনেবল ক্যাজুয়াল বা ফরমাল শার্ট, টি-শার্ট, পলো শার্ট, প্যান্ট, ফতুয়া, পাঞ্জাবিসহ সবরকম মানানসই পোশাক। আরো বিস্তারিত জানতে, হট লাইন : ০১৫৫৪ ৮৫৫ ৩৮৪ নকশা তসরের ওপর লাল-সবুজ-হলুদ রেশমে ফুলেল এ্যাম্ব্রয়ডারি। কাটিংয়ে রয়েছে ভিন্নতা। পোশাকটিতে সময়ের সঙ্গে মিল রেখে করা হয়েছে কাটিং সেপগুলো। যা তরুণীদের অবশ্যই আকর্ষণ করে। এছাড়া এ পোশাকটি কেবল ২৬ মার্চ স্বাধীনতা দিবসে পরবে তা কিন্তু নয়। যে কোনদিন। যে কোন আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এ পোশাক পরিধান করা যাবে। সেখানে নিজেকে আলাদা করে উপস্থাপন যেমন করা যাবে ঠিক তেমনি দেশের প্রতি তার চমৎকার মমত্মবোধ প্রকাশ পাবে নিঃসন্দেহে। এই থ্রি-পিসটির দাম ৪২০০ টাকা।ডিজাইনার ও মডেল তাবাসসুম বর্ষার চিন্তা ধারায় নকশা বুটিক হাউজে উৎপাদিত এ পোশাকটি যে কোন স্থান থেকে অর্ডার করা যাবে। নক্সার ফেসবুক পেজে আগ্রহীগণ অর্ডার করতে পারেন।নকশা, আলমখান লেন, বঙ্গবন্ধু সড়ক, নারায়ণগঞ্জ মোবাইল : ০১৯৭৭৬৩৬০০
×