ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আমরা সরকারের ভুল ধরিয়ে দিচ্ছি ॥ ফখরুল

প্রকাশিত: ১১:৩৬, ১৩ মার্চ ২০২০

আমরা সরকারের ভুল ধরিয়ে দিচ্ছি ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ মহামারী করোনাভাইরাস নিয়ে বিএনপি রাজনীতি করছে না জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা মোটেও এটি নিয়ে রাজনীতি করছি না বরং সরকারের ভুল ধরিয়ে দিচ্ছি। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে করোনা সচেতনতার জন্য সর্বস্তরের মানুষের কাছে লিফলেট বিতরণকালে তিনি এ কথা বলেন। অপর এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, করোনাভাইরাস মোকাবেলায় সরকারের আরও তৎপর হওয়া উচিত। ফখরুল বলেন, আমরা কি সরকারের ভুল-ত্রুটি ধরিয়ে দিতে পারব না? আমরা করোনাভাইরাস প্রতিরোধে কিছু কথা বলেছি বলেই ক্ষমতাসীনরা বলছেন রাজনীতি করবেন না। করোনাভাইরাসকে বৈশ্বিক মহামারী ঘোষণা করা হলেও তা প্রতিরোধে সরকার যথেষ্ট ব্যবস্থা নিতে পারেনি। মির্জা ফখরুল বলেন, করোনাভাইরাস প্রতিরোধে উদ্যোগ নিতে সরকার বিলম্ব করেছে। করোনাভাইরাস মোকাবেলায় সরকারের আরও তৎপর হওয়া উচিতÑ ড. মোশাররফ ॥ করোনাভাইরাস মোকাবেলায় সরকারের আরও তৎপর হওয়া উচিত বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। করোনাভাইরাস মোকাবেলায় সরকারের ভূমিকার সমালোচনা করে ড. মোশাররফ বলেন, এ সরকার করোনাভাইরাস নিয়ে উদাসীন। তাই এখনও প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে না। তিনি বলেন, করোনাভাইরাস প্রতিরোধে জল এবং স্থলবন্দরগুলোতে যে প্রিভেনটিভ ম্যাটারগুলো দরকার সরকার তা করছে না, করতে পারছে না।
×