ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নকল পণ্য প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই ॥ স্পীকার

প্রকাশিত: ১১:৩৫, ১৩ মার্চ ২০২০

নকল পণ্য প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই ॥ স্পীকার

জনকণ্ঠ ডেস্ক ॥ স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নকল ও ভেজাল পণ্য প্রতিরোধে অভিযান ও আইন প্রয়োগের পাশাপাশি তৃণমূল পর্যায়ে ইতিবাচক অগ্রগতি আনতে জনসচেতনতা বাড়ানোর বিকল্প নেই। তিনি বলেন, এক্ষেত্রে সংসদ সদস্যদের সম্পৃক্ত করে প্রচারাভিযান চালাতে পারলে নকল প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আসবে। খবর বাসসর। বৃহস্পতিবার রাজধানীর দৈনিক সমকাল অফিসে ‘নকল পণ্য কিনব না, নকল পণ্য বেচব না’-শীর্ষক প্রচারাভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি। স্পীকার এ সময় সিগন্যাচার প্লেটে স্বাক্ষরের মধ্য দিয়ে নকল পণ্যের বিরুদ্ধে গণস্বাক্ষরতা অভিযানের সূচনা করেন। সময়োপযোগী ও জনস্বাস্থ্যে গুরুত্বপূর্ণ এ আয়োজনের জন্য স্পীকার আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এমন সৃজনশীল আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এ ধরনের আয়োজন সবাইকে ভেজালমুক্ত পণ্য সরবরাহে অনুপ্রাণিত করবে। স্পীকার বলেন, বর্তমানে ভেজাল পণ্যে কেউ প্রতারিত হয়ে অভিযোগ দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে। বনানীর বারে ব্যবসায়ীর মৃত্যুতে মামলা স্টাফ রিপোর্টার ॥ ঢাকার বনানীর সুইট ড্রিম বারে মারামারিতে এক ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় বনানী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে। বারটির সিসি ক্যামেরার ফুটেজ দেখে একজনকে শনাক্ত করা হয়েছে। তবে বৃহস্পতিবার রাত আটটা নাগাদ তাকে গ্রেফতার করা যায়নি বলে পুলিশ দাবি করেছে। বুধবার সকাল আটটার দিকে পুলিশ উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল থেকে শেহজাদ খান (৪৫) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করে। পরে লাশটি ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। পুলিশ জানায়, নিহত ব্যবসায়ী বনানীর বিকে ট্রেড ইন্টারন্যাশনালের মালিক ছিলেন। স্ত্রী-সন্তানের সঙ্গে তিনি বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস করতেন। পুলিশ সূত্রে জানা গেছে, শেহজাদ খান মঙ্গলবার রাতে ওই বারে যান। সেখানে তার সঙ্গে এক ব্যক্তির কথা কাটাকাটি হয়। রাত দুটার দিকে দুজন বার থেকে বের হন। পরে তারা আবার বারের ভেতরে প্রবেশ করেন। বারের ভেতরে তাদের মধ্যে হাতাহাতি হয়।
×