ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সুব্রত ও মন্টুকে বাদ দিয়ে গণফোরামের আহ্বায়ক কমিটি

প্রকাশিত: ১১:৩৪, ১৩ মার্চ ২০২০

সুব্রত ও মন্টুকে বাদ দিয়ে গণফোরামের আহ্বায়ক কমিটি

স্টাফ রিপোর্টার ॥ দলের নেতাদের বহিষ্কার আর পাল্টা বহিষ্কারের মধ্যে নতুন করে সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছে গণফোরাম। এজন্য ড. কামাল হোসেনকে সভাপতি ও ড. রেজা কিবরিয়াকে সাধারণ সম্পাদক করে ৭২ জনের আহ্বায়ক কমিটি গঠন করেছে দলটি। বৃহস্পতিবার দলটির সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। তবে নতুন এই আহ্বায়ক কমিটিতে রাখা হয়নি দলটির সাবেক নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ, সুব্রত চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুসহ অন্তত হাফ ডজন সিনিয়র নেতাকে। গত ৭ মার্চ কামাল হোসেনকে না জানিয়ে সভা করার কারণে তাদের দলীয়ভাবে ‘বিতর্কিত’ বলছেন বর্তমান নেতারা। একাদশ জাতীয় সংসদ নির্বাচকে কেন্দ্র করে ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপির সমন্বয়ে গঠন করা হয়েছিল জাতীয় ঐক্যফ্রন্ট। এরপর থেকেই সাবেক আওয়ামী লীগ নেতা কামাল হোসেনের দলে শুরু হয় গৃহদাহ। ফ্রন্টের পক্ষ থেকে দলের অনেক নেতাই মনোনয়ন পান। কেউ পাননি। যারা নির্বাচিত হন তাদের প্রত্যেকে ড. কামালের নির্দেশ অমান্য করে সংসদ সদস্য হিসেবে শপথ নেন। একারণে দল থেকে তাদের বহিষ্কারের ঘোষণা দেয়া হলেও পরবর্তীতে ঘরে তোলা হয় প্রত্যেককে। এরপর গণফোরামের জাতীয় সম্মেলনে হঠাৎ করেই রেজা কিবরিয়াকে সাধারণ সম্পাদক করা হয়। এ নিয়ে সৃষ্ট বিরোধে সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুসহ ২০ জনের বেশি নেতা দল থেকে বেরিয়ে যান। গত প্রায় দেড় মাসের বেশি সময় কয়েকজন নেতাকে অসাংগঠনিক কার্যক্রমের জন্য গণফোরাম থেকে বহিষ্কার করা হয়। আবার বহিষ্কৃত নেতারা অনেককে পাল্টা বহিষ্কার করেছেন এমন চিত্রও দেখা গেছে। এই প্রেক্ষাপটে ফের সম্মেলনের সিদ্ধান্ত নেন সংবিধান বিশেষজ্ঞ কামাল হোসেন। রেজা কিবরিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের বাইরে ৭০ জনকে সম্মেলনের জন্য গঠিন আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
×