ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চসিক নির্বাচন ॥ জমে উঠেছে প্রচার

রেজাউল দেবেন সর্বোচ্চ সেবা, শাহাদাত পর্যটন নগরী

প্রকাশিত: ১১:৩৪, ১৩ মার্চ ২০২০

রেজাউল দেবেন সর্বোচ্চ সেবা, শাহাদাত পর্যটন নগরী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে বিজয়ী হলে চট্টগ্রামকে আরও সমৃদ্ধ মহানগর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। অপরদিকে, বিএনপির প্রার্থী ডাঃ শাহাদাত হোসেন প্রতিশ্রুতি দিয়েছেন চট্টগ্রামকে বিশ্বের অন্যতম পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার। বৃহস্পতিবার তারা গণসংযোগ চালান নগরীর উত্তর কাট্টলী ও পাহাড়তলী ওয়ার্ডে। এ সময় তারা ভোটারদের মধ্যে প্রচারপত্র বিলি করেন। ২৯ মার্চ ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তারা। এদিকে, বুধবার রাতে কর্পোরেশনের একটি ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছে চারজন। চসিক নির্বাচনের প্রচারে এটাই প্রথম অনাকাক্সিক্ষত ঘটনা। আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম চৌধুরী উত্তর কাট্টলী ওয়ার্ডে গণসংযোগকালে বলেন, বর্তমান সরকার চট্টগ্রামকে বিশেষ গুরুত্ব দিয়ে বড় বড় প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে। কারণ চট্টগ্রামের উন্নয়ন সারাদেশের উন্নয়নের অন্যতম শর্ত। মেয়র নির্বাচিত হলে সকলের মতামত নিয়ে সর্বোচ্চ নাগরিক সেবা নিশ্চত করতে সকলের মতামত নিয়ে কাজ করব। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের সুযোগ কাজে লাগিয়ে চট্টগ্রামকে আরও সমৃদ্ধ মহানগর হিসেবে গড়ে তুলব। নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল করিম বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের কর্মী। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, উন্নত, সমৃদ্ধ সোনার বাংলা গড়ায় শেখ হাসিনার আন্দোলনে চট্টগ্রামের একজন সৈনিক। জাতীয় অর্থনীতির সিংহদ্বার আমাদের চট্টগ্রামের উন্নয়ন ও নাগরিক সেবার জন্য আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু কন্যা আমাকে মেয়র পদে মনোনয়ন দিয়েছেন। ভোটের মালিক জনগণ। এজন্য আমি আপনাদের ভোট ও দোয়া চাই। গণসংযোগকালে অন্যদের মধ্যে উপস্থত ছিলেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মোঃ সফর আলী, শেখ মাহমুদ ইসহাক, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, আওয়ামী লীগ নেতা মোঃ ঈছা, জামশেদুল আলম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা শওকত ওসমান জাহাঙ্গীর, ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক নিছার আহমেদ মঞ্জু, মোঃ ইকবাল প্রমুখ। বিএনপির প্রার্থী ডাঃ শাহাদাত হোসেন ধানের শীষ প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি চালাচ্ছেন করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক প্রচার। তিনি বলেন, বর্তমানে দেশের যে তাপমাত্রা তাতে করোনাভাইরাস তেমন প্রভাব ফেলবে না। তবুও এ বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। বৃহস্পতিবার পাহাড়তলী ওয়ার্ডে গণসংযোগকালে বিএনপির প্রার্থী বলেন, মেয়র নির্বাচিত হলে চট্টগ্রামকে বিশ্বের অন্যতম পর্যটন নগরী হিসেবে গড়ে তুলব। দুর্নীতিমুক্ত একটি সুন্দর সমাজ গড়ার প্রত্যয় নিয়ে চসিক নির্বাচনে অংশ নিয়েছি। চট্টগ্রামকে একটি স্বাস্থ্যসম্মত, নিরাপদ, সাম্য ও সম্প্রীতির শহরে পরিণত করতে চাই। একটি আইটি প্রযুক্তি সমৃদ্ধ স্মার্ট, আধুনিক, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব শহর গড়ার জন্য নির্বাচনী মাঠে নেমেছি। গত বছর চট্টগ্রামে ডেঙ্গু রোগের প্রকোপ বেড়ে গেলে আমি একজন চিকিৎসক হিসেবে আমার তৈরি করা ক্লোরিন সলিউশন বানিয়ে ডেঙ্গু ভাইরাসের বিরুদ্ধে গণসচেতনতা তৈরি করেছিলাম। বাংলাদেশের জন্য এটা একটা উদাহরণ ছিল। প্রতিটি জায়গায় ব্লিচিং পাউডারের সঙ্গে পানির মিশ্রণ করে সারা চট্টগ্রাম শহরে ছিটিয়েছি, যেটা পরে সিটি কর্পোরেশন অনুসরণ করেছে। ভোটারদের উদ্দেশে ডাঃ শাহাদাত বলেন, চসিক নির্বাচনে আমরা জয়ের জন্য মাঠে নেমেছি। তাই প্রতিটি কেন্দ্রে আপনাদের ভ্যানগার্ডের ভূমিকা পালন করতে হবে। দুই কাউন্সিলর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ॥ বুধবার রাত সাড়ে ১২টার দিকে মহানগরীর হালিশহর রামপুর ওয়ার্ডের ঈদগা বড়পুকুর পাড় এলাকায় প্রতিদ্বন্দ্বী দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আবদুস সবুর লিটন এবং এসএম এরশাদ উল্লাহর সমর্থকদের মধ্যে এ মারামারিতে আহত হয়েছে অন্তত চারজন। লিটন এবার আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। আর এরশাদ উল্লাহ বর্তমান কাউন্সিলর, যিনি আওয়ামী লীগের সমর্থন না পেয়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন। স্থানীয়রা জানান, এ ঘটনায় যারা আহত হয়েছেন তারা হলেন লিটন সমর্থক ফারুক (২২) ও মুরাদ (২০) এবং এরশাদ উল্লাহ সমর্থক সাইফুল (২৮) ও সোবহান (২৭)। পোস্টার লাগানোকে কেন্দ্র করে তাদের মধ্যে এ মারামারি হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সেখান থেকে চারজনকে আটক করেছে।
×