ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা করবে জাপা

প্রকাশিত: ১১:৩৩, ১৩ মার্চ ২০২০

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা করবে জাপা

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করবে বিরোধী দল জাতীয় পার্টি। তবে বিশ^ব্যাপী করোনাভাইরাসের কারণে ঠিক কবে নাগাদ এ আয়োজন করা হবে, তা জানাতে পারেনি দলটি। বৃহস্পতিবার রাজধানীর বনানীতে সাংবাদিকদের এ কথা জানান দলটির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। এর আগে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত দলের প্রেসিডিয়াম সদস্য, কো-চেয়ারম্যান ও সংসদ সদস্যদের সঙ্গে যৌথ সভা করেন চেয়ারম্যান জিএম কাদের। পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি ব্রিফিংয়ে আরও বলেছেন, দলে দুইয়ের অধিক পদে থাকবেন না কোন নেতা। তবে প্রয়োজনে পার্টির চেয়ারম্যান কাউকে অতিরিক্ত পদে দায়িত্ব দিতে পারবেন। তিনি বলেন, ২০ মার্চ জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে সারাদেশের সকল কমিটির উদ্যোগে দোয়া মাহফিল, দুস্থদের মধ্যে খাবার বিতরণ এবং আলোচনা সভার আয়োজন করা হবে। এছাড়া বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সুবিধামতো সময়ে আলোচনা ও দোয়ার অনুষ্ঠান আয়োজন করবে জাতীয় পার্টি। করোনাভাইরাসের সংক্রমণের কারণে এখনই এ ব্যাপারে কোন সিদ্ধান্ত নেয়া যাচ্ছে না। এ সময় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা সরকারের কাছে দাবি জানান, করোনাভাইরাস সংক্রমিতদের যেন সরকারীভাবেই যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়। এজন্য জাতীয় পার্টি চেয়ারম্যান দলের চিকিৎসক ও এবং নেতাকর্মীদের সঙ্গে একটি বৈঠক করেছেন। জাপার পক্ষ থেকে সরকারকে প্রয়োজনীয় সহায়তা দেয়ার প্রস্তুতি আছে বলেও জানান মসিউর রহমান রাঙ্গা। তিনি বলেন, ৫টি উপনির্বাচনে জাতীয় পার্টি অংশ নিচ্ছে। নির্বাচন পরিচালনার জন্য ৫টি কমিটি করে দেয়া হয়েছে। তারা নির্বাচন পরিচালনার পাশাপাশি সরকার ও নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ রক্ষা করবে। জাতীয় পার্টি সকল নির্বাচনেই অংশ নেবে এবং অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আশা করছে। এর আগে বেলা ১১টায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর সভাপতিত্বে যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেছেন- সিনিয়র কো-চেয়ারম্যান-আনিসুল ইসলাম মাহমুদ এমপি, কো-চেয়ারম্যান জিয়া উদ্দিন আহমেদ বাবলু, এ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু এমপি ও এ্যাডভোকেট সালমা ইসলাম এমপি। ভোটারদের কেন্দ্রমুখী করতে সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা চাই- শাহজাহান এদিকে ঢাকা ১০ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাজী মোঃ শাহজাহান বলেছেন, ভোটাররা ভোট দিতে কেন্দ্রে যেতে চান না। জনগণ ভোটের প্রতি আস্থা হারিয়ে ফেলছে। ভোটারদের কেন্দ্রমুখী করতে হলে নির্বাচন কমিশনকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দিতে হবে। ভোট মানুষের মৌলিক অধিকার উল্লেখ করে তিনি বলেন, এ ভোটের মাধ্যমে জনগণকে ভাল আর খারাপ তা নির্ধারণ করে। জনগণের ভোটের মূল্যায়ন না করা হলে অনেক অযোগ্য েেলাক নির্বাচিত আশঙ্কা সম্ভাবনা থাকে, যা জাতির জন্য সুখকর নয়। তিনি বলেন, জাতীয় পার্টি সবসময় শান্তি ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। তাই শান্তি, নিরাপদ ও উন্নয়নের স্বার্থে জনগণ জাতীয় পার্টি মনোনীত প্রার্থীকেই জয়ী করতে চায়। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে এ উপনির্বাচনে জয়ের বিষয়ে আমি শতভাগ আশাবাদী। বৃহস্পতিবার দিনব্যাপী ঢাকা ১০ নির্বাচনী এলাকার টালী অফিস, মধুবাজার, মিতালি রোড, কালুনগর, গজমহল, শিকারি টোলা ও নবাবগঞ্জ সেকশনে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। প্রচারকালে তিনি বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে লাঙ্গলের পক্ষে ভোট চেয়ে প্রচার মিছিলে অংশ নেন এবং কয়েকটি পথসভায় বক্তব্য রাখেন।
×