ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১৪ দলের বৈঠক শেষে নাসিম

করোনা মোকাবেলায় সরকারকে সহযোগিতা করুন

প্রকাশিত: ১১:১০, ১৩ মার্চ ২০২০

করোনা মোকাবেলায় সরকারকে সহযোগিতা করুন

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম এমপি করোনাভাইরাস মোকাবেলায় সরকারকে সহযোগিতা করার জন্য দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেছেন, যে কোন দুর্যোগ মোকাবেলা করতে বাঙালীরা অতীতে সফল হয়েছে, এবারও হবে। করোনাভাইরাস মোকাবেলা করতে সবার স্বাস্থ্যবিধি মেনে সাহসের সঙ্গে এগিয়ে যেতে হবে। বৃহস্পতিবার মোহাম্মদ নাসিমের ধানম-িস্থ বাসভবনে কেন্দ্রীয় ১৪ দলের জরুরী বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশের স্বাধীনতা অর্জন হয়েছে। একাত্তরের ঘাতকদের পরাজিত করেছি। বন্যাসহ যে কোন দুর্যোগ আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছি। করোনাভাইরাস মোকাবেলায়ও আমরা সফল হব। মোহাম্মদ নাসিম বলেন, দুর্ভাগ্যজনকভাবে আকস্মিক ব্যাধি করোনাভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। এটা মোকাবেলা করতে সরকারকে সকলের সহযোগিতা করা উচিত। দয়া করে কেউ করোনা নিয়ে রাজনীতি করবেন না। তিনি বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কর্মসূচী সংক্ষিপ্ত করেছেন। জনগণের কল্যাণের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন। এ জন্য ১৪ দল প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে। বঙ্গবন্ধু আজীবন জনগণের কল্যাণে কাজ করে গেছেন উল্লেখ করে তিনি বলেন, করোনাভাইরাসের কারণে ১৪ দলও মুজিববর্ষ উপলক্ষে জোটের পূর্বঘোষিত কর্মসূচী পুনর্বিন্যাস করেছে। জনস্বাস্থ্যের ঝুঁকির বিষয়টি মাথায় রেখে জনসমাগম হয় এমন কর্মসূচী পরিহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ১৪ দলের নতুন কর্মসূচী হলো, বঙ্গবন্ধুর জন্মগ্রহণের সময় ১৭ মার্চ রাত ৮টায় কেন্দ্রীয় ১৪ দলের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন এবং জনসমাগম এড়িয়ে স্বল্প পরিসরে বঙ্গবন্ধুর স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হবে। মানিক মিয়া এভিনিউয়ে বিশাল আয়োজনে মোমবাতি প্রজ্বলন কর্মসূচী আপাতত স্থগিত করা হয়েছে। তবে ১৭ মার্চ দুপুর ২টায় তরিকত ফেডারেশনের উদ্যোগে সংগঠনের ধানম-িস্থ কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া ২০ মার্চ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন কেন্দ্রীয় ১৪ দলের নেতৃবৃন্দ। মানুষের দুর্যোগের সুযোগ নিয়ে অধিক মুনাফা লোভের চেষ্টা পরিহার করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, দেশে এক শ্রেণীর মানুষ আছে যারা দুর্যোগকে কাজে লাগিয়ে অতিরিক্ত মুনাফা অর্জনে লিপ্ত হয়। পবিত্র রমজান মাসেও তারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের অযৌক্তিকভাবে দাম বাড়ায়। এরা হলো গণদুশমন। এদের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে। পাশাপাশি এসব অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি জোটের পক্ষ থেকে আহ্বান জানান তিনি। সাবেক এই মন্ত্রী বলেন, করোনাভাইরাস মোকাবেলায় সরকার ব্যবস্থা নিচ্ছে। কিন্তু বিএনপি অহেতুক সরকারের সমালোচনা করছে। মানবিক দুর্যোগকে নিয়েও তারা রাজনীতি করছে। তারা আসলে জনকল্যাণের রাজনীতি করে না, বরং জনস্বার্থকে জলাঞ্জলি দিয়ে হলেও সরকারকে বেকায়দায় ফেলার ইস্যু খোঁজে। করোনা ইস্যুতে সমালোচনা না করে কোন পরামর্শ থাকলে তা সরকারকে দিয়ে সহযোগিতা করতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে আক্রান্ত তিনজনের মধ্যে দুইজন সুস্থ হয়ে উঠেছেন। নতুন করে কেউ আক্রান্ত হননি। তাহলে ব্যর্থ হলো কিভাবে? মোহাম্মদ নাসিম বলেন, করোনার প্রাদুর্ভাবের কারণে মানুষ আতঙ্কিত হয়েছে। কিন্তু বাঙালী বীরের জাতি। যে কোন পরিস্থিতি সাহস ও ধৈর্যের সঙ্গে মোকাবেলা করতে পারে এদেশের মানুষ। তাই আতঙ্কিত না হয়ে সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। প্রবাসীদের আপাতত দেশে না আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রবাসীরা এখন দেশে আসলে আতঙ্কিত পরিস্থিতির সৃষ্টি হবে। তাই আপনারা যেসব দেশে আছেন, আপাতত সেখানে থাকুন। চীন, কোরিয়া, ইতালি, ইরানসহ যেসব দেশে করোনাভাইরাস ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে সেসব দেশ থেকে কেউ এদেশে এলে বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে নিয়ে ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করতে হবে। চিকিৎসকদের সাহসের সঙ্গে সেবা দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ১৪ দল সব সময় তাদের পাশে থাকবেন। কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে বৈঠকে মধ্যে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভা-ারী এমপি, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডাঃ শাহাদাত হোসেন, গণআজাদী লীগের সভাপতি এসকে শিকদার, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, জাসদের নাদের চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
×