ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চবির হলে তল্লাশি ॥ অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ১৩:১৫, ১২ মার্চ ২০২০

চবির হলে তল্লাশি ॥ অস্ত্র উদ্ধার

চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ আব্দুর রব হলে তল্লাশি চালিয়ে রামদাসহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ৯টি রামদা, ১ বস্তা পাথর ও লাঠিসোটা। বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পুলিশের সহায়তায় হল প্রশাসন ও প্রক্টরিয়াল বডি যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। জানা যায়, হলের পরিবেশ ঠিক রাখা ও শিক্ষার্থীদের সুবিধা অসুবিধা দেখার জন্য হল প্রশাসন ও প্রক্টরিয়াল বডি যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। এতে কাউকে আটক করা না হলেও অন্য হলের সঙ্গে সংযুক্ত কয়েক শিক্ষার্থীকে পাওয়া যায়। পরবর্তীতে এই হলে অবস্থান করবে না এই মর্মে মুচলেকা দিয়ে তারা হল ত্যাগ করে। এ বিষয়ে শহীদ আব্দুর রব হলের প্রফেসর ড. এ কে এম মাঈনুল হক মিয়াজী বলেন, বিশ্ববিদ্যালয়ে আমাদের হলগুলোতে বৈধ ছাত্রদের থাকার নিশ্চয়তা দেয়ার জন্য এ অভিযান। পাশাপাশি হলের পরিবেশ ঠিক রাখার জন্যে অবৈধ কেউ আছে কি না যাচাই করছি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কুড়িগ্রামে শিকলবন্দী শিক্ষার্থী উদ্ধার স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ দুই দিন ধরে শিকলবন্দী এক শিক্ষার্থীকে অবশেষে উদ্ধার করেছে থানা পুলিশ। এলাকাবাসী জানায়, সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের ওই শিক্ষার্থী পারিবারিক সম্মতি ছাড়া পার্শ্ববর্তী এক যুবকের সঙ্গে বিয়ে রেজিস্ট্রি করে। এতে তার পরিবার ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার সকাল থেকে তাকে শিকল দিয়ে পা বেঁধে ঘরে বন্দী করে রাখে। এ ঘটনা এলাকাবাসী জানতে পেরে বুধবার দুপুরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও থানা পুলিশকে খবর দেয়। পরে সদর থানা পুলিশ সমাজসেবা কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যানকে নিয়ে ওই শিক্ষার্থীকে শিকল মুক্ত করে পুলিশী হেফাজতে নেয়। এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজার রহমান জানান, মেয়েটিকে থানায় নিয়ে এসে সমাজসেবা অফিসারের নিকট হস্তান্তর করা হবে। এ বিষয়ে সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম হাবিবুর রহমান জানান, উদ্ধার হওয়া মেয়েটিকে আইন অনুযায়ী তার প্রকৃত অভিভাবকের হাতে দেয়া হবে। প্রকৃত অভিভাবক নিতে অস্বীকৃতি জানালে সেফ হোমে পাঠানো হবে।
×