ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এমপি মনোনয়ন প্রত্যাশী বাবু গ্রেফতার

প্রকাশিত: ১৩:১৫, ১২ মার্চ ২০২০

এমপি মনোনয়ন প্রত্যাশী বাবু গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১১ মার্চ ॥ প্রতারণা ও চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে মনোনয়ন প্রত্যাশী মোশারফ হোসেন মোল্লা বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের গোবিন্দপুর ওলন এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোশারফ হোসেন মোল্লা বাবু ওই এলাকার মৃত আমিন উদ্দিন মোল্লার ছেলে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, মোশারফ হোসেন মোল্লা বাবুর বিরুদ্ধে ঢাকা মেট্রো পলিটন আদালতে দুটি প্রতারণা ও একটি চেক জালিয়াতির মামলা রয়েছে। আর ওই তিনটি মামলার মধ্যে দুটি প্রতারণা মামলায় একটিতে দেড় বছর, আরেকটিতে এক বছরের কারাদ- দেয়া হয়। এছাড়া চেক জালিয়াতির মামলায় এক বছরের কারাদ- ও এক কোটি টাকা জরিমানা করা হয়। দীর্ঘদিন ধরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোশারফ হোসেন মোল্লা বাবুকে পুলিশ খুঁজে বেড়াচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ওলন এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে রূপগঞ্জ থানা পুলিশ। সূত্র জানায়, মোশারফ হোসেন মোল্লা বাবু নিজেকে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পরিচয় দিয়ে রূপগঞ্জসহ বিভিন্ন এলাকায় দাবড়ে বেড়াতেন। এছাড়া গত সংসদ নির্বাচনের আগে রূপগঞ্জ থেকে মনোনয়ন প্রত্যাশী দাবি করে তিনি দাউদপুর ও রূপগঞ্জ ইউনিয়ন এলাকায় ঘুরে বেরিয়েছেন। তবে, প্রতারণা ও জালজালিয়াতির বিভিন্ন অভিযোগ থাকায় স্থানীয়রা তাকে তেমন কোন মূল্যায়ন করেননি। শাবিতে সার্টিফিকেট ভেরিফিকেশনে ব্লক চেন পদ্ধতি চালু শাবি সংবাদদাতা ॥ দেশে প্রথমবারের মতো ব্লক চেন প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের সনদ যাচাই পদ্ধতি চালু করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ব্লক চেন পদ্ধতিতে সার্টিফিকেটে একটি কিউআর কোড থাকে। সেই কিউআর কোড স্ক্যান করলে শিক্ষার্থীর ছবিসহ যাবতীয় তথ্য পাওয়া যাবে। এতে সনদ সঠিক কিনা তা যাচাই করা যাবে। এ প্রযুক্তির মাধ্যমে বিশে^র যে কোন জায়গা থেকে শিক্ষার্থীদের সনদ যাচাই করা যাবে।
×