ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

করোনা রোধে সচেতনতা

প্রকাশিত: ১৩:১১, ১২ মার্চ ২০২০

করোনা রোধে সচেতনতা

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ, ১১ মার্চ ॥ সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরী উচ্চ বিদ্যালয়ে প্রাণঘাতী নোভেল করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা তৈরি করতে শিক্ষার্থীদের নিয়ে হাত ধোয়া কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মেঘনা শিল্পনগরী উচ্চ বিদ্যালয় মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। মেঘনা শিল্পনগরী উচ্চ বিদ্যালয় ম্যানিজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম এ কার্যক্রমের উদ্বোধন করেন। ম্যানিজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, ‘করোনাভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য সারাদেশে ব্যাপকভাবে প্রচার চালাচ্ছেন সরকার। সরকারের পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে। হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেন নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ১১ মার্চ ॥ ঝালকাঠিতে আগামী ১৮ মার্চ থেকে শুরু হবে হাম-রুবেলা টিকাদান কর্মসূচী। জেলায় ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী পৌনে দুই লাখ শিশুকে এ টিকা দেয়া হবে। বুধবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ঝালকাঠির সিভিল সার্জন ডাঃ শ্যামল কৃষ্ণ হাওলাদার। টিকাদান কর্মসূচী সফল করতে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, হাম-রুবেলার টিকা প্রদানের জন্য সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ ৮১৬ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সে এ টিকা প্রদান করা হবে। এছাড়াও স্বাস্থ্যকর্মীদের ভ্রাম্যমাণ কয়েকটি টিম বাড়িতে বাড়িতে যারা সময়মতো টিকা নিতে পারেনি, তাদের টিকা প্রদান করবে।
×