ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পটিয়ায় কাঠ জব্দ ॥ করাত কল বন্ধ

প্রকাশিত: ১৩:১০, ১২ মার্চ ২০২০

পটিয়ায় কাঠ জব্দ ॥ করাত কল বন্ধ

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ১১ মার্চ ॥ চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পটিয়া রেঞ্জ কর্মকর্তা এক অভিযান চালিয়ে একটি করাত কল বন্ধ করে দিয়েছেন। এসময় পাহাড়ী বেশকিছু কাঠ জব্দ করেন। বুধবার সকালে বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর নির্দেশে পটিয়া রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম এই অভিযান চালান। পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের চক্রশালা এলাকা থেকে বিভিন্ন প্রজাতির পাহাড়ী কাঠ জব্দ করেন এবং পার্শ্ববর্তী চন্দনাইশ উপজেলার রৌশনহাট এলাকার অবৈধ একটি করাত কল বন্ধ করে দেন। জানা গেছে, দক্ষিণ বন বিভাগের আওতায় পটিয়া, চন্দনাইশ, বোয়ালখালী ও কর্ণফুলী-আনোয়ারা এলাকায় বেশকিছু করাত কর রয়েছে। চন্দনাইশের রৌশন হাট এলাকায় মোহাম্মদ মাছন নামের একব্যক্তি কিছুদিন ধরে করাত কলে কাঠ মজুত রাখেন। এ খবর পেয়ে পটিয়া বন বিভাগ অভিযান চালায়। এসময় করাত কলের বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি। অভিযানে ছিলেন পটিয়া রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম, বন বিভাগের কর্মচারী রফিকুল ইসলাম, আমির খসরু, মোঃ ইকতিয়ার উদ্দীন, নুরুল আলম, হেডম্যান মোঃ মহিউদ্দিন, মোঃ মাহবুব ও মোঃ শাহজাহান। করাত কল থেকে বিভিন্ন প্রজাতির ৫০ ফুট গাছ ও পটিয়ার চক্রশালা এলাকা প্রায় ৩শ ফুট পাহাড়ী গাছ জব্দ করা হয়েছে। রূপগঞ্জে অজ্ঞাত রোগে মরল ৬ হাজার মুরগি নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১১ মার্চ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে অজ্ঞাত রোগে আব্দুল বাতেন নামে এক খামারির ছয় হাজার মুরগি মরে গেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার দক্ষিণ নবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। খামারি আব্দুল বাতেন জানান, তিনি গত ৫ বছর ধরে তার ৫ তলার বাড়ির দ্বিতীয়তলা থেকে পঞ্চমতলা পর্যন্ত বাণিজ্যিকভাবে কক মুরগি খামার দিয়ে ব্যবসা করে আসছেন। গত দেড় মাস আগে তিনি ১০ হাজার কক মুরগি খামারে উঠান। গত মঙ্গলবার রাতে খামারের মুরগির খাবার দিয়ে ঘুমাতে চলে যান। পরদিন সকালে উঠে দেখেন তার খামারের প্রায় ৬ হাজার মুরগি মরে গেছে। পরে তিনি মুরগির ওষুধের ফার্মেসি গিয়ে আলাপ করলে তারা বলেন ঠা-া লাগার কারণে মুরগিগুলো মারা গেছে। মুরগিগুলো মরে যাওয়ায় তার ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর রতনের সঙ্গে যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
×