ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রামেক হাসপাতালে ভারতীয় নাগরিকের মৃত্যু

প্রকাশিত: ১৩:১০, ১২ মার্চ ২০২০

রামেক হাসপাতালে ভারতীয় নাগরিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে ওই ভারতীয় নাগরিকের মৃত্যু হয় বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন। তার নাম বিপ্লব কু-ু (৫০)। তিনি ভারতের দক্ষিণ দিনাজপুরের বিশ্বাসপাড়া নারায়ণপুর গ্রামের মৃত বিমল কু-ুর ছেলে। মঙ্গলবার গভীর রাতে রামেক হাসপাতালে তার স্বজনরা নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পেশায় তিনি ব্যবসায়ী। তার লাশ রামেক হাসপাতালে শবাগারে রাখা রয়েছে। পরবর্তী কার্যক্রম শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। জানা যায়, ভারতীয় নাগরিক বিপ্লব গত ৯ মার্চ সপরিবারে নওগাঁর মান্দা উপজেলার বাসিন্দা তার শ্যালক মিন্টু কু-ুর বাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বিপ্লব কুণ্ড বুকে ব্যথা অনুভব করতে শুরু করেন। এরপর মিন্টু কু-ুর পরিবারের লোকজন তাকে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মানিকগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বাসচালক গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ১১ মার্চ ॥ মানিকগঞ্জে শিশু ধর্ষণের দায়ে আবুল হোসেন (৫০) নামের এক বাসচালককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বেলা ১১ টার দিকে সদর উপজেলার ভুলজয়রা এলাকার ভাড়া বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বাসচালক আবুল হোসেন গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী এলাকার সরাফত আলীর ছেলে। মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক শেখ সাইয়াদুর রহমান জানান, আবুল হোসেন নিজেকে একজন বাসচালক (ড্রাইভিং লাইসেন্স নেই) হিসেবে দাবি করছে। সে সদর উপজেলার ভুলজয়রা এলাকার নুরুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া। ভাড়া বাড়ির পাশের বাড়ির চার বছরের এক শিশুকে কৌশলে ধর্ষণ করে সে।
×