ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঘুমধুমে বিজিবি বিজিপি পতাকা বৈঠক

প্রকাশিত: ১৩:০৯, ১২ মার্চ ২০২০

ঘুমধুমে বিজিবি বিজিপি পতাকা বৈঠক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও পাশ্ববর্তী দেশ মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)’র মধ্যে দেড় ঘণ্টাব্যাপী পতাকা বৈঠক সম্পন্ন হয়েছে। বুধবার ১১টায় সীমান্তের মৈত্রী সেতুর সন্নিকটে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমদ। মিয়ানমার বিজিপির ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ঢেঁকিবুনিয়ার বিজিপি ক্যাম্পের প্রধান জং উং লিয়ান। লে.কর্নেল আলী হায়দার আজাদ আহমদ জানান, সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে ভয়াবহ আকারে ইয়াবার চালান আসছে। এ চালান নিয়ে আসার নেপথ্যে মিয়ানমার বিজিপিকে দায়ী করা হয়। বলা হয় ইয়াবা কারবারিরা রোহিঙ্গা হওয়ার সুবাধে তারা অনায়াসে মিয়ানমারে প্রবেশ করতে পারছে এবং তাদের সহযোগিতা করেছে মিয়ানমার বিজিপি। তা না হলে এত ইয়াবার চালান এদেশে আসা কোনভাবেই সম্ভব নয়। যেহেতু সীমান্তে বর্ডার গার্ড বিজিবি দিন রাত দায়িত্ব পালন করছে। তাই তিনি ইয়াবা পাচার প্রতিরোধে বিজিপিকে আন্তরিক হওয়ার আহ্বান জানালে বিজিপি প্রধান জং উং লিয়ান ইয়াবা পাচার প্রতিরোধে তারা কাজ করবেন বলে আশ^স্ত করেন। রাজবাড়ীতে অটোচালক হত্যার প্রতিবাদে সমাবেশ নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী, ১১ মার্চ ॥ অটোরিক্সাচালক ফারুককে নৃশংসভাবে গলা কেটে হত্যার পর তার অটোরিক্সা ছিনতাইয়ের প্রতিবাদে বুধবার রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী অটোরিক্সাচালক সমিতির উদ্যোগে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে ঘণ্টাকালব্যাপী মানববন্ধন চলাকালে এক সমাবেশে নৃশংস এ হত্যার প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানানো হয়। এ সময় বক্তব্য রাখেন নিহত অটোরিক্সাচালক ফারুকের বড় ভাই হাসেম তালুকদার, মোক্তার হোসেন, ছোট ভাই মোঃ হাবিব তালুকদার, ব্রাহ্মণদিয়া অটোবাইক সমিতির প্রচার সম্পাদক মোঃ ওয়াসিম, শ্রমিক নেতা মোঃ সজল প্রমুখ। উল্লেখ্য, গত ৬ মার্চ তারিখে ফারুক বাড়ি থেকে অটোরিক্সা নিয়ে বেরিয়ে আর বাসায় ফেরেনি। ওই দিন রাতে পার্শ্ববর্তী ফরিদপুর জেলার কোতোয়ালি থানা এলাকা থেকে তার গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, অটোরিক্সাটি ছিনতাইয়ের পর দুর্বৃত্তরা ফারুককে গলা কেটে হত্যা করে। এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।
×