ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ১০ বছর কারাদণ্ড

প্রকাশিত: ১৩:০৯, ১২ মার্চ ২০২০

কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ১০ বছর কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১১ মার্চ ॥ স্ত্রী শারমীন আক্তার ভানুকে (২৫) হত্যার দায়ে স্বামীর ১০ বছর কারাদ- ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। বুধবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আসামির উপস্থিতিতে এই রায় প্রদান করেন। দ-প্রাপ্ত ওই আসামির নাম দেলোয়ার হোসেন আপন (৩০)। সে একজন ইটভাঁটি শ্রমিক এবং সুনামগঞ্জ জেলার কান্দিগাঁও গ্রামের মাসুক মিয়ার ছেলে। আদালত সূত্র জানায়, অনৈতিক সম্পর্ক দেখে ফেলায় ২০১৮ সালের ২৮ মার্চ গভীর রাতে খোকসা উপজেলার পাইকপাড়া মির্জাপুর গ্রামে নিজ বাড়িতে গৃহবধূ শারমীন আক্তার ভানুকে গলায় ওড়না পেঁচিয়ে এবং শারীরিকভাবে আঘাত ও রক্তাক্ত জখম করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই সামছুল আলম বাদী হয়ে খোকসা থানায় শারমীন আক্তার ভানুর স্বামী দেলোয়ার হোসেন আপনসহ অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তদন্ত শেষে নিহতের স্বামীর বিরুদ্ধে ২০১৮ সালের ৩১ আগস্ট অভিযোগ এনে আদালতে চার্জশীট দাখিল করে গোয়েন্দা পুলিশ। দীর্ঘ সাক্ষ্য শুনানি শেষে আসামি দেলোয়ার হোসেন আপনের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে দশ বছর কারাদ- ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও একবছর সাজা খাটার রায় প্রদান করেন।
×