ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ওয়াইনস্টিনের ২৩ বছর জেল

প্রকাশিত: ১২:৫৯, ১২ মার্চ ২০২০

ওয়াইনস্টিনের ২৩ বছর জেল

জনকণ্ঠ ডেস্ক ॥ ধর্ষণ ও যৌন নিপীড়নে দোষী সাব্যস্ত হলিউড মোগল হার্ভি ওয়াইনস্টিনকে ২৩ বছর জেলের ঘানি টানতে হবে। ধর্ষণের একটি এবং যৌন নিপীড়নের একটি অপরাধে গত মাসে দোষী সাব্যস্ত করে ১১ মার্চ দণ্ড ঘোষণার দিন ঠিক করে দিয়েছিল নিউইয়র্কের আদালত। সে অনুযায়ী বুধবার ২৩ বছরের দণ্ডাদেশ বিচারক ঘোষণা করেন। খবর গার্ডিয়ানের। ৬৭ বছর বয়সী বন্দী ওয়াইনস্টিন হুইল চেয়ারে বসে আদালতে উপস্থিত হন। তার দুটি অপরাধের অভিযোগকারী দুজনও আদালতে ডিস্ট্রিক্ট এ্যাটর্নি সাইরাস ভান্সের পাশেই উপস্থিত ছিলেন। এদের একজন মিরিয়াম হ্যালি; ওয়াইনস্টিনের ‘প্রডাকশন সহকারী’ হিসেবে ‘বস’র বিরুদ্ধে ‘ওরাল সেক্সে’ বাধ্য করার অভিযোগ এনেছিলেন তিনি। নিউইয়র্ক টাইমসের যে দুই সাংবাদিক ওয়াইনস্টিনের গোমর ফাঁস করে মি টু আন্দোলনের পথ তৈরি করে দিয়েছিলেন, সেই জোডি ক্যান্টর ও মেগান থোয়েও ছিলেন আদালতে। হলিউডের বিখ্যাত প্রযোজনা সংস্থা ওয়াইনস্টিনের কো-চেয়ারম্যান এবং মিরাম্যাক্স ফিল্মসের প্রতিষ্ঠাতা ছিলেন ওয়াইনস্টিন। দ্য কিংস স্পিচ, শেকসপিয়র ইন লাভ, পাল্প ফিকশন, গ্যাংস অব নিউইয়র্ক, ম্যালেনার মতো বহু জনপ্রিয় চলচ্চিত্রের প্রযোজনা করেছেন তিনি। ওয়াইনস্টিনের সিনেমা এ পর্যন্ত তিন শ’র বেশি অস্কার মনোনয়ন পেয়েছে, জিতেছে ৮১টি অস্কার। মি টু আন্দোলন শুরুর পর অন্তত ৮০ জন নারী ওয়াইনস্টিনের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনেন। প্রভাবের জোরে তিনি কয়েক দশক ধরে এই অপকর্ম চালিয়ে আসছিলেন বলে অভিযোগ তাদের। অভিযোগকারীদের মধ্যে গিনেথ প্যালট্রো, উমা থারম্যান, এ্যাঞ্জেলিনা জোলি ও সালমা হায়েকের মতো তারকা অভিনেত্রীরাও রয়েছেন।
×