ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কালের কণ্ঠ সম্পাদককে আদালতে তলব

প্রকাশিত: ১২:৫২, ১২ মার্চ ২০২০

কালের কণ্ঠ সম্পাদককে আদালতে তলব

জনকণ্ঠ ডেস্ক ॥ মানহানির অভিযোগে করা মামলায় কালের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক ইমদাদুল হক মিলনকে ডেকে পাঠিয়েছে আদালত। বুধবার বিকেলে এ মামলার তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে রাজশাহী মুখ্য মহানগর হাকিম আমলি আদালত-৪ এর বিচারক সাইফুল ইসলাম তাকে ছাড়াও আরও দুজনকে নির্ধারিত আদালতে উপস্থিত হতে এ নির্দেশ দেন বলে জানিয়ে সংশ্লিষ্ট আইনজীবী। খবর বিডিনিউজের। অন্য দুইজন হলেন কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন এবং রাজশাহী ব্যুরো প্রধান রফিকুল ইসলাম রফিক। বাদী পক্ষের আইনজীবী লোকমান আলী বলেন, কালের কণ্ঠ পত্রিকায় রাজশাহী নগর আওয়ামী লীগের সাবেক সংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টুকে নিয়ে মানহানিকর সংবাদ প্রকাশ করা হয়। এ নিয়ে গত ২০ অক্টোবর আদালতে মানহানির মামলা দায়ের করেন বেন্টু। বিচারক মামলাটি আমলে নিয়ে নগরের কাশিয়াডাঙ্গা থানার ওসিকে তদন্তের নির্দেশ দেন। পুলিশ বিষয়টি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করে। বুধবার আদালত পুলিশের প্রতিবেদন গ্রহণ করে তিন আসামির বিরুদ্ধে সমন জারি করেন।
×