ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এক শ’ গৃহহীনের আবাসন ব্যবস্থা করবে আওয়ামী লীগ ত্রাণ উপকমিটি

প্রকাশিত: ১২:৪৩, ১২ মার্চ ২০২০

এক শ’ গৃহহীনের আবাসন ব্যবস্থা করবে আওয়ামী লীগ ত্রাণ উপকমিটি

বিশেষ প্রতিনিধি ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে ১০০ গৃহহীন মানুষের আবাসন ব্যবস্থা করে দেবে আওয়ামী লীগের ত্রাণ উপ-কমিটি। একই সঙ্গে বঙ্গবন্ধু যেসব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন সেগুলোতে এককালীন শিক্ষা বৃত্তি প্রদান করা হবে। সেই সঙ্গে জাতির পিতার অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনাচমা, আমার দেখা নয়াচীন, সিক্রেট ডকুমেন্ট অব ইনটিলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য ন্যাশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (তিন পর্ব) বিতরণ করা হবে। বছরব্যাপী মুজিববর্ষ উপলক্ষে ১৭টি কর্মসূচী পালন করবে উপ-কমিটি। বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভানেত্রীর ধানম-ির কার্যালয়ে ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে ত্রাণ উপ-কমিটির সদস্য সচিব সুজিত রায় নন্দী, শিক্ষা সম্পাদক শামসুন্নাহার চাঁপাসহ ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভার সিদ্ধান্তগুলো জানিয়ে কমিটির সদস্য সচিব সুজিত রায় নন্দী জনকণ্ঠকে বলেন, পুরো বছরে উপ-কমিটির পক্ষ থেকে ১৭টি কর্মসূচী পালন করা হবে।
×