ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইপিওর অর্থ ব্যবহারের ব্যাখ্যা দিয়েছে রিং শাইন

প্রকাশিত: ১২:০৩, ১২ মার্চ ২০২০

আইপিওর অর্থ ব্যবহারের ব্যাখ্যা দিয়েছে রিং শাইন

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অর্থ ব্যয়ে অনিয়মের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে রিং শাইন টেক্সটাইল লিমিটেড। সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শুনানিতে হাজির হয়ে আইপিওর অর্থ ব্যয়ের বিষয়টি ব্যাখ্যা করেছে কোম্পানিটি। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। বিষয়টি নিয়ে কোম্পানি সচিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আইপিওর অর্থ ব্যয়ে পরিকল্পনায় আমরা কিছু পরিবর্তন এনেছি। তবে আমরা কোম্পানির স্বার্থে সুদজনিত ব্যয় কমানোর জন্যই আইপিও তহবিলের অর্থ ব্যয় পরিকল্পনায় এ পরিবর্তন এনেছি। তিনি বলেন, আইপিও থেকে উত্তোলিত অর্থ থেকে উরি ব্যাংকের ২২ কোটি টাকা পরিশোধের কথা থাকলেও এর আগেই কোম্পানির তহবিল থেকে এ অর্থ পরিশোধ করা হয়। ফলে আইপিও’র অর্থ হাতে পাওয়ার পর উরি ব্যাংকের পরিবর্তে প্রিমিয়ার ব্যাংকের ঋণ পরিশোধের সিদ্ধান্ত নেয়া হয়। অবশ্য এ সিদ্ধান্ত নেয়ার আগেই ব্যাংকটিকে সামান্য কিছু টাকা পরিশোধ করা হয়েছে। আর এ বিষয়টি কমিশনের দৃষ্টিতে আইনসম্মত হয়নি। এ বিষয়টি আমরা কমিশনের কাছে তুলে ধরেছি। কমিশনের পক্ষ থেকে আমাদের বক্তব্যের সপক্ষে বেশকিছু কাগজপত্র চাওয়া হয়েছে। এগুলো আমরা এরই মধ্যে কমিশনকে সরবরাহ করেছি। প্রয়োজন হলে আবারও দেব। আইপিও তহবিলের অর্থ ব্যয়ে আইনবহির্ভূত কিছু হয়ে থাকলে সেজন্য কমিশনের কাছে দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছু করার নেই। আশা করি, কমিশন বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। বিষয়টি নিয়ে বিএসইসির একজন কর্মকর্তা জানান, রিং শাইনের পক্ষ থেকে আইপিও তহবিলের অর্থ ব্যয় অনিয়মের কারণ ব্যাখ্যা করা হয়েছে। তারা আইপিওর অর্থ ব্যয় পরিকল্পনা পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ ও শেয়ারহোল্ডারদের অনুমোদনের আগেই এ খাত থেকে কিছু অর্থ ব্যয় করেছে, যা তারা পারে না। আমরা আমাদের পর্যবেক্ষণগুলো কমিশনের কাছে তুলে ধরব। কমিশন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। গতবছর পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রিং শাইন টেক্সটাইল আইপিওর মাধ্যমে ১৫০ কোটি টাকা সংগ্রহ করে। আইপিওর মাধ্যমে সংগৃহীত ১৫০ কোটি টাকার ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ পরিশোধ বাবদ আর ৩ কোটি ৬০ লাখ টাকা আইপিও প্রক্রিয়ার ব্যয় নির্বাহে খরচ ধরা হয়েছিল। ব্যাংক ঋণের মধ্যে ঢাকা ব্যাংকের সাভার শাখার অফশোর ব্যাংকিং ইউনিটের ২৮ কোটি টাকা ও উরি ব্যাংকের ঢাকা শাখার ২২ কোটি টাকা আইপিও তহবিল থেকে পরিশোধ করার কথা ছিল। কিন্তু গত বছরের ২৯ ডিসেম্বর আইপিওর মাধ্যমে উত্তোলিত তহবিলের ব্যয় পরিকল্পনায় সংশোধন আনার সিদ্ধান্ত নেয় রিং শাইন টেক্সটাইলসের পরিচালনা পর্ষদ। সংশোধিত পরিকল্পনা অনুসারে, উরি ব্যাংকের পরিবর্তে প্রিমিয়ার ব্যাংককে ২২ কোটি টাকার ঋণ পরিশোধের সিদ্ধান্ত নেয় কোম্পানিটি। এরই মধ্যে আইপিও তহবিল থেকে ব্যাংকটিকে অর্থ পরিশোধ করা হয়েছে।
×