ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

করোনা প্রতিরোধে দঃ কোরিয়ার নজির

প্রকাশিত: ১২:০০, ১২ মার্চ ২০২০

করোনা প্রতিরোধে দঃ কোরিয়ার নজির

করোনাভাইরাসের দ্রুত প্রাদুর্ভাবের ফলে দেখা যাচ্ছে যে, চীনের বাইরে দক্ষিণ কোরিয়া বিশ্বে মারাত্মক-আক্রান্ত দেশগুলোর মধ্যে একটি হতে চলেছে। তবে দেশটি তাৎপর্যপূর্ণভাবে আক্রান্তের হার কমিয়ে এনেছে এবং যেসব স্থানে মৃত্যুহার কম তারা তাদের একটি। বুধবার পর্যন্ত দক্ষিণ কোরিয়া ৭ হাজার ৭৫৫ জনের করোনায় আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করেছে। বিশ্বে এটি চতুর্থ-সর্বোচ্চ। তবে মাত্র ৬০ জনের মৃত্যু হয়েছে যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈশ্বিক গড়ের চেয়ে কম। চীনের মতো আক্রান্ত শহরগুলো অবরুদ্ধ করার পরিবর্তে দক্ষিণ কোরিয়া উন্মুক্ত তথ্য, জনগণের অংশগ্রহণ ও ব্যাপক পরীক্ষার মডেল কাজে লাগিয়েছে। প্রত্যেক আক্রান্ত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হয় এবং তাদের পরীক্ষা করার প্রস্তাব দেয়া হয়েছে। আক্রান্ত ব্যক্তির আগের ১৪ দিনের চলাফেরা ক্রেডিট কার্ডের ব্যবহার সিসিটিভি ফুটেজ ও মোবাইল ফোন ট্রাকিংয়ের মাধ্যমে শনাক্ত করা হয়। সেগুলো আবার সরকারী ওয়েবসাইটে পোস্ট করা হয়। কোন এলাকায় নতুন করে কারো ভাইরাস ধরা পড়লে ওই এলাকায় বসবাসরত বা চাকরিরত লোকজনকে টেক্সট মেসেজ পাঠিয়ে সতর্ক করা হয়। এই কৌশল ব্যক্তিগত গোপনীয়তা উদ্বেগ বাড়িয়েছে, তবে লোকজনকে পরীক্ষা করতে আসর জন্য কাজে লেগেছে। -এএফপি
×