ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

করোনা আতঙ্কে পিছিয়ে গেল বঙ্গবন্ধু বায়োপিকের শূটিং

প্রকাশিত: ১১:৩৯, ১২ মার্চ ২০২০

করোনা আতঙ্কে পিছিয়ে গেল বঙ্গবন্ধু বায়োপিকের শূটিং

স্টাফ রিপোর্টার ॥ পিছিয়ে গেল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকের শূটিং। চলমান করোনাভাইরাসের পরিস্থিতি বিবেচনায় এনে পেছানো হয়েছে এই শূটিং এমনটাই জানালেন এর সঙ্গে সংশ্লিষ্টরা। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনার বায়োপিক ‘বঙ্গবন্ধু’। মঙ্গলবার রাতে সিনেমাটির কাস্টিং ডিরেক্টর বাহারউদ্দিন খেলন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী সেপ্টেম্বর থেকে জাতির পিতার জীবনী নির্ভর সিনেমা ‘বঙ্গবন্ধু’র শূটিং শুরু হতে পারে। খুব শীঘ্রই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। এদিকে এর আগে তথ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন ১৭ মার্চ থেকে ২ ঘণ্টা ২০ মিনিট ব্যাপ্তির সিনেমাটির শূটিং শুরু হবে। এ জন্য প্রায় সব প্রস্তুতিও সেরে ফেলা হয়েছিল। গত ১ মার্চ বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন স্বাক্ষরিত এক গেজেটে বায়োপিক সিনেমার অভিনেতা-অভিনেত্রীদের প্রাথমিক ৫০ জনের আংশিক তালিকা চূড়ান্ত করা হয়। সিনেমাটি নির্মাণের দায়িত্ব দেয়া হয় বায়োপিকের মাস্টার খ্যাত ভারতের নন্দিত নির্মাতা শ্যাম বেনেগালকে। প্রকাশিত গেজেট অনুযায়ী, জাতির পিতার জীবনী নির্ভর সিনেমা ‘বঙ্গবন্ধু’র তরুণ বঙ্গবন্ধুর চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক আরিফিন শুভকে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব চরিত্রে অভিনয় করবেন নুসরাত ইমরোজ তিশা। আর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। শেখ কামাল চরিত্রে রওনক হাসান এবং বঙ্গবন্ধুর মা শেখ সায়েরা খাতুনের চরিত্রে অভিনয় করবেন দিলারা জামান। এছাড়াও হোসেন শহীদ সোহরাওয়ার্দী চরিত্রে তৌকীর আহমেদ, তাজউদ্দীন আহমদের চরিত্রে চিত্রনায়ক ফেরদৌস অভিনয় করবেন। পাকিস্তানের স্বৈরশাসক আইয়ুব খানের চরিত্রে অভিনয় করবেন চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। এছাড়া কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেশের জনপ্রিয় কয়েকজন অভিনেতা-অভিনেত্রী অভিনয় করবেন। ২০২১ সালের ১৭ মার্চের আগেই বায়োপিকের নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে।
×