ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১৭ মার্চ থেকে ডাকঘর সঞ্চয় স্কিমে আগের মতোই সুদহার

প্রকাশিত: ১১:৩৭, ১২ মার্চ ২০২০

১৭ মার্চ থেকে ডাকঘর সঞ্চয় স্কিমে আগের মতোই সুদহার

অর্থনৈতিক রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন ১৭ মার্চ থেকে ডাকঘর সঞ্চয় স্কিমে আগের মতো সুদহার ১১ দশমিক ২৮ শতাংশ বহাল করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। জাতীয় পরিচয়পত্রধারী একজন গ্রাহক সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন। কালো টাকা ও অতিরিক্ত বিনিয়োগ বন্ধে ডাকঘর সঞ্চয় ব্যাংকে অনলাইন (অটোমেশন) পদ্ধতি চালু করা হয়েছে। সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরসহ ২ হাজার ২৪৩ কোটি টাকা ব্যয়ে তিনটি ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারী ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর মধ্যে শুধু সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ কাজেই ২ হাজার ১১৬ কোটি ৫১ লাখ টাকা ব্যয় হবে। বুধবার অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম’ এর এ নতুন মডিউলটি উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বেলা ৩টায় অর্থমন্ত্রীর সভাপতিত্বে অর্থমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকারী ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে তিন ক্রয় প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। অর্থমন্ত্রী বলেন, যাদের স্বার্থ রক্ষা করার জন্য আমরা ডাকঘর সঞ্চয় স্কিমটি চালু করেছি, তাদের জন্যই এটা সীমাবদ্ধ রাখতে চাই। কিন্তু আমরা কোনভাবেই কারও স্বার্থে হাত দেয়নি। ব্যাবসয়ীরা এসে ডাকঘর সঞ্চয়পত্র কিনুক এটা আমরা চাই না। আমি আশা করি, আগামী ১৭ মার্চ ডকঘর জাতির পিতার জন্মশতবার্ষিকীতে সঞ্চয় স্কিমে স্বয়ংসম্পূর্ণ হব। সেদিন আমরা অনলাইনে এ কার্যক্রম পূর্ণমাত্রায় শুরু করতে পারব। তিনি বলেন, পোস্ট অফিস কনসেপ্টটাই হারিয়ে গিয়েছিল। ২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি দায়িত্ব না নিতেন তাহলে পোস্ট অফিস বলে কোন জিনিস আমরা দেখতে পেতাম না। গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখার জন্য হলেও পোস্ট অফিসকে আমরা বাতিল করতে পারি না। পোস্ট না থাকলে গ্রামীণ জনগণ কোথায় টাকা রাখবে? তিনি বলেন, ডিমান্ড ডিপোজিট ৭ দশমিক ৫ এবং ফিক্সড টাইমে হবে ১১ পয়েন্ট ২৮ যা আগের রেইট তাই থাকছে। যে আয়টা করবে এখান থেকে তা ট্যাক্স ফ্রি না, আয়কর দিতে হবে এজন্য টিন নম্বর ও ন্যাশনাল আইডি নিচ্ছি। এনআইডি নিচ্ছি তাদের চিহ্নিত করার জন্য কত টাকা করলো অতিরিক্ত করলো কিনা। দেশের যেকোন জায়গায় করলে লিমিট ক্রস করতে পারবে না এবং ট্যাক্সের আওতায় আসবে। সরকার রাজস্ব আয় করবে। তিনি বলেন, আমরা যেটা যখন করব সেটা চিন্তাভাবনা করেই করব। যে কাজই করি না কেন সেটার যেন কোন মিসইউজ না হয়। মিসইউজগুলোকে বন্ধ করার জন্যই আজকে আমাদের এ ব্যবস্থাটি গ্রহণ করা হয়েছে। এদিকে, অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম’ এর এ নতুন মডিউলটি উদ্বোধন করেন অর্থমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মোঃ রহমাতুল মুনিম, অর্থসচিব আব্দুর রউফ তালুকদার, জাতীয় সঞ্চয় অধিদফতরের মহাপরিচালক সামছুন্নাহার বেগম, ডাক অধিদফতরের মহাপরিচালক সুধাংশ শেখর ভদ্র প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, বুধবার থেকে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলেও ইন্টারনাল কিছু কাজ বাকি থাকায় এর কার্যক্রম আগামী ১৭ মার্চ থেকে সারাদেশের প্রধান ডাকঘরগুলোতে শুরু হবে। অনুষ্ঠানে জানানো হয়, ই-টিআইএন সনদ ছাড়াই ১ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা পর্যন্ত নগদ টাকা সঞ্চয় ব্যাংকে রাখা যাবে। দুই লাখ টাকার বেশি হলে অবশ্যই ব্যাংকের চেকের মাধ্যমে পরিশোধ করার পাশাপশি ই-টিআইএন সনদ জমা দিতে হবে। দিতে হবে সঞ্চয়কারীর ব্যাংক হিসাব নম্বর, মোবাইল নম্বর। তিন ক্রয় প্রস্তাব অনুমোদন সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ কাজে ২ হাজার ১১৬ কোটি ৫১ লাখ টাকা ব্যয় হবে। ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মন্ত্রিপরিষদ সচিব বলেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ (১ম প্যারায়) প্রকল্পের পূর্তকাজসহ অন্যান্য অবকাঠামো উন্নয়ন বাস্তবায়নে দরপত্র আহ্বান করলে ৬ প্রতিষ্ঠান দরপত্র দাখিল করেছিল। এর মধ্যে ২ প্রতিষ্ঠান রেসপনসিভ হয়। কারিগরিভাবে রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান চীনের বেইজিং আরবান কন্সট্রাকশন গ্রুপ লিমেটেডকে (বিইউসিজে) ২ হাজার ১১৬ কোটি ৫১ লাখ টাকায় ঠিকাদার নিয়োগে ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয় বলে জানান, মন্ত্রিপরিষদ সচিব। চীনে কোরনাভাইরাস প্রাদুর্ভাবে এ সম্প্রসারণ কাজে বিলম্বিত হবে কিনা জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিভিন্ন প্রক্রিয়া শেষে করে এ কাজ শুরু করতেও কমপক্ষে ৬ মাস লেগে যাবে তাই বিলম্ব হওয়ার সম্ভবনা নেই। এছাড়া ২০১৯-২০ সালে সরকারী ভা-ারে গমের মজুদ বৃদ্ধিতে ৫০ হাজার টন গম ক্রয়ে সর্বনিম্ন দরদাতা সিঙ্গাপুরের এগ্রোক্রপ ইন্টারন্যাশনালের কাছ থেকে গম ক্রয়ে সায় দেয়া হয়েছে বলে জানান, মন্ত্রিপরিষদ সচিব। ১১২ কোটি ৭২ লাখ টাকায় এ গম কেনা হবে। ঢাকার ফুলবাড়িয়াতে সরকারী কর্মচারী হাসপাতালকে ১৫০ থেকে ৫০০ শয্যা হাসপাতলে উন্নীত করতে পূর্তকাজের ক্রয় প্রস্তাবে সায় দেয়া হয়েছে। ১৪৩ কোটি ৯৩ লাখ টাকায় এ কাজের অনুমোদন দেয়া হয়েছে।
×