ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনা আক্রান্ত ও মৃত্যু বাড়ছেই, ৩৩ দেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

প্রকাশিত: ১১:৩২, ১২ মার্চ ২০২০

করোনা আক্রান্ত ও মৃত্যু বাড়ছেই, ৩৩ দেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

জনকণ্ঠ ডেস্ক ॥ বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত ১ লাখ ২১ হাজার ৫১৭ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪ হাজার ৩৮৩ জন। অপরদিকে করোনায় আক্রান্ত ৬৬ হাজার ৯৪১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। খবর সাউথ চায়না মর্নিং পোস্ট, ডেইলি এনকে, নিউজউইক, এনডিটিভি, এএফপি, বিবিসি, আল-জাজিরা ও সিএনএনের। বিশ্বের ১২০টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়েছে। শুধুমাত্র চীনের মূল ভূখণ্ডেই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৭৯০ এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ১৫৮ জনের। চীনের পর করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ইতালিতে। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৩১ জনের। ইতালিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ১৪৯ জনে। এমন পরিস্থিতিতে জরুরী অবস্থা জারি করেছে দেশটির সরকার। অপরদিকে, ইরানে এখন পর্যন্ত ৯ হাজার জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৩৫৪ জন। করোনা ঝুঁকি এড়াতে ৩৩ দেশে স্কুল-বিশ্ববিদ্যালয় বন্ধ ॥ বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের ধাক্কা লেগেছে বিশ্ব রাজনীতি, অর্থনীতি থেকে শুরু করে দৈনিক আয়রোজগারেও। এই ভাইরাসের প্রভাব পড়েছে বিভিন্ন দেশের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পাঠদানেও। ইউনেস্কোর তথ্যমতে, অন্তত ৩৩টি দেশ এ ভাইরাস থেকে শিক্ষার্থীদের সুরক্ষায় স্কুল-বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছে। এর মধ্যে ১৭টি দেশ গোটা রাষ্ট্রে এবং ১৬টি দেশ বিশেষ কোন শহর, জেলা বা অঞ্চলে স্কুল-বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। মঙ্গলবার পর্যন্ত ইউনেস্কোর হিসাবে, ১৭টি দেশে পুরোপুরিভাবে স্কুল-বিশ্ববিদ্যালয় বন্ধের কারণে শিক্ষাবঞ্চিত হচ্ছে ৩৬৩ মিলিয়নের বেশি শিক্ষার্থী। কোভিড-১৯ এখন মহামারী- ডাব্লিউএইচও ॥ এক শ’ ২০ দেশে ছড়িয়ে ১ লাখ ১৮ হাজারের বেশি মানুষকে আক্রান্ত এবং ৪ হাজার ২৯১ জনের মৃত্যুর কারণ হওয়ায় কোভিড-১৯ কে এখন মহামারী বলা যায়। নভেল করোনাভাইরাস সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসাস। পরিস্থিতির ওপর নিবিষ্ট নজর রাখার কথা জানিয়ে তিনি বলেন, ‘করোনাভাইরাস যেভাবে, যেহারে ছড়াচ্ছে, তাতে আমরা ভীষণ উদ্বিগ্ন।’ সংক্রমণ প্রতিরোধে যথেষ্ট পদক্ষেপ না দেখে আরও উদ্বেগ প্রকাশ করে ডাব্লিউএইচওর নির্বাহী প্রধান বলেন, ‘আমরা প্রতিদিনই দেশগুলোকে বলে আসছি, ব্যবস্থা নিন জরুরী ভিত্তিতে।’ খামেনির উপদেষ্টাসহ ইরানে ২৪ ঘণ্টায় আরও ৬৪ মৃত্যু ॥ ইরানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খামেনির উপদেষ্টাসহ ৬৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫৫ জনে। উৎপত্তিস্থল চীন এবং ইউরোপের দেশ ইতালির পর ইরানেই সবচেয়ে বেশি মানুষ ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মারা গেল। মঙ্গলবার ৬৮ জন নিয়ে ভাইরাসটির প্রাদুর্ভাব শুরু হওয়ার পর একদিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা ঘটে। মঙ্গলবার পর্যন্ত সেখানে ২৯১ মৃত্যু ও ৮ হাজার ৪২ জন আক্রান্ত হলেও এখন মৃত্যু সাড়ে তিন শতাধিক এবং আক্রান্তের সংখ্যা প্রায় ৯ হাজার। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক উপদেষ্টা করোনোভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। প্রয়াত ৭১ বছর বয়সী মোহাম্মদ মীরমোহাম্মদী যৌক্তিকতা পরিষদের সদস্য ছিলেন। এই পরিষদটি সর্বোচ্চ নেতাকে পরামর্শ দেয়। করোনাভাইরাসে আক্রান্ত সর্বশেষ ইরানী সরকারী কর্মকর্তা ছিলেন তিনিই। বৃহস্পতিবার একই অসুখে দেশটির অন্যতম শীর্ষ ধর্মীয় নেতা হাদি শোশরোশাহি মারা যান। করোনাভাইরাস নিয়ে সরকারের টাস্কফোর্সের দায়িত্বে থাকা ইরানের ভাইস প্রেসিডেন্ট মাসুমেহ এবতেকার এবং উপ স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরচিও আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। পোল্যান্ডে বন্ধ স্কুল-জাদুঘর-সিনেমা হল ॥ করোনাভাইরাস বিস্তারের আতঙ্কে স্কুল, জাদুঘর এবং সিনেমা হল বন্ধ করে দিয়েছে ইউরোপের দেশ পোল্যান্ড। এদিকে ইউরোপের আরেক দেশ ইউক্রেনের রাজধানী কিয়েভের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। পোল্যান্ডে এ পর্যন্ত ২৬ জন করোনায় আক্রান্ত হলেও কারও মৃত্যু হয়নি। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে কিয়েভ কর্তৃপক্ষ চলতি মার্চের শেষ পর্যন্ত রাজধানীর সকল স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিৎসকো বলেছেন, ‘১২ মার্চ থেকে আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া শুরু করব। দঃ কোরিয়ায় নতুন করে করোনায় আক্রান্ত আরও ২৭৭ ॥ দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। বুধবার স্থানীয় কর্তৃপক্ষ একটি কল সেন্টারের কয়েক শ’ স্টাফের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেছে। চলতি সপ্তাহে ওই কল সেন্টারে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছিল। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, নতুন করে আরও ২৭৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে মারা গেছে আরও ৮ জন। ফলে এ পর্যন্ত এই ভাইরাসে ৬১ জনের মৃত্যু হয়েছে। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৬২ ॥ ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬২ জনে পৌঁছেছে। এর মধ্যে চারজন সুস্থ হয়ে উঠেছেন। বুধবার সকালে ডাটা সংগ্রহকারী ওয়েবসাইট ওমিটারস ডট ইনফো এ তথ্য জানিয়েছে। কেরলে নতুন করে ছয়জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ হয়েছে। এর মধ্যে তিন বছরের এক শিশুও রয়েছে। শিশুটি সম্প্রতি ইতালি থেকে এসেছিল। আক্রান্ত শিশুটিকে এর্নাকুলাম মেডিক্যাল কলেজের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। করোনা ঠেকাতে নিউইয়র্কে সেনা মোতায়েন ॥ যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত মানুষকে সেবা দিতে এবার নিউইয়র্কে সেনা মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছেন শহরটির গবর্নর এ্যান্ড্রু কুয়োমো। মঙ্গলবার তিনি বলেন, কোয়ারেন্টাইনে থাকা মানুষের খাদ্য পৌঁছে দিতে সেনাবাহিনীর সদস্যরা কাজ করবে। এছাড়া শহরের স্কুল পরিষ্কার করার কাজও করবে সেনাবাহিনী। এখন পর্যন্ত করোনাভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা চীন এবং ইতালিতে। অপরদিকে, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যেও এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ছে। দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০১৬ এবং মৃত্যু হয়েছে ৩১ জনের। জার্মানির ৭০ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত হবেনÑ মেরকেল ॥ বিশ্বজুড়ে দ্রুতগতিতে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে জার্মানির ৭০ শতাংশ মানুষ সংক্রমিত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির চ্যান্সেলর এ্যাঞ্জেলা মেরকেল। নতুন করোনাভাইরাসের কারণে সৃষ্ট রোগ কোভিড-১৯ এর প্রতিষেধক এখনও আবিষ্কার না হওয়ায় বিস্তার ঠেকানোর দিকেই দেশটির সরকার বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন তিনি। বুধবার বার্লিনে এক সংবাদ সম্মেলনে মেরকেল বলেন, ভাইরাস যখন ছড়িয়ে পড়েছে, তখন এর থেকে পালানোর কোন উপায় নেই এবং এখন পর্যন্ত কোন থেরাপিও পাওয়া যায়নি। এ কারণে দেশের ৬০ থেকে ৭০ শতাংশের বেশি মানুষ সংক্রমিত হতে পারেন। মাদ্রিদে আরও ১০ জনের মৃত্যু ॥ এদিকে ইউরোপের দেশ স্পেনের মাদ্রিদ শহরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩১ জনে। বাহরাইনে আরও ৭৭ জন করোনায় আক্রান্ত ॥ বাহরাইনে নতুন করে আরও ৭৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার এই তথ্য জানিয়েছে। আর এসব আক্রান্তদের বেশিরভাগ সম্প্রতি ইরান থেকে দেশে ফিরিয়ে নিয়ে আসা বাহরাইনের নাগরিক। চীন ও ইতালির পর ভাইরাসটিতে ইরানে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে। গালফ নিউজের এক অনলাইন প্রতিবেদন অনুযায়ী, আজকের ৭৭ জন নিয়ে পারস্য উপসাগর উপকূলের দেশ বাহরাইনে এখন করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১৮৯ জন। তবে এর মধ্যে ৩০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। ইতালিতে করোনায় এক বাংলাদেশী আক্রান্ত ॥ ইতালিতে করোনাভাইরাসে এক বাংলাদেশী যুবক আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আক্রান্ত ব্যক্তি ইতালির ব্রেসিয়া উত্তরাঞ্চলে পরিবার নিয়ে বাস করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার এক বাংলাদেশী জানান, তিনি আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসকের শরণাপন্ন হন। তাই বড় কোন সমস্যা হয়নি তার। বর্তমান তিনি অনেক সুস্থ।
×