ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মুজিববর্ষের দুই টি২০ ও কনসার্ট স্থগিত

দুই টেস্ট খেলতে জুনে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া

প্রকাশিত: ১১:৩২, ১২ মার্চ ২০২০

দুই টেস্ট খেলতে জুনে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া

মোঃ মামুন রশীদ ॥ আগামী জুনের শুরুতেই বাংলাদেশ সফরে এসে দুই টেস্টের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আর এই সিরিজ হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাধীন। সূচী অনুসারে বাংলাদেশের বিরুদ্ধে ১১-১৫ জুন চট্টগ্রামে প্রথম টেস্ট এবং ১৯-২৩ জুন মিরপুরে দ্বিতীয় টেস্ট খেলবে সফরকারী অসিরা। বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই সূচী জানানোর পর সন্ধ্যায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, মুজিববর্ষ উপলক্ষে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে দুই ম্যাচের বিশেষ টি২০ সিরিজ আপাতত হচ্ছে না। করোনাভাইরাসের সংক্রমণের সতর্কতা হিসেবে আগামী ২১ ও ২২ মার্চ অনুষ্ঠিতব্য ম্যাচ দুটি এবং ১৮ মার্চ এ.আর রহমানের কনসার্ট আপাতত স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। তবে পাপন বলেছেন, মাসখানেক পর পরিস্থিতি বিবেচনা করে এ আয়োজনের পরবর্তী সূচী নির্ধারণ করা হবে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভবিষ্যত সফর পরিকল্পনার (এফটিপি) আওতায় চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) অনেক আগেই সিরিজটি জুন মাসে করার জন্য বিসিবিকে রাজি করিয়েছিল। এবার জানা গেল সময়সূচীও। নিশ্চিত হওয়া গেছে জুনের শুরুতেই বাংলাদেশের মাটিতে পা রাখবে অসি ক্রিকেট দল। ৩০ মে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর শেষ করে দেশে ফিরেই তাদের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের জন্য প্রস্তুত হবে বাংলাদেশ দল। ২ টেস্টের সিরিজে নামার আগে ৪ দিনের একটি প্রস্তুতি ম্যাচও খেলবে অস্ট্রেলিয়া। এরপর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট মাঠে গড়াবে ১১ জুন। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ১৯ জুন। তবে ঘরের মাঠে অসিদের বিরুদ্ধে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাধীন এ ম্যাচ দুটি খেলতে নামার আগে প্রস্তুতিটা দেশের বাইরেই সারতে হবে বাংলাদেশ দলকে। কারণ টেস্ট দলের বেশ কয়েকজন সদস্য তখন থাকবেন ইংল্যান্ডে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে পুরো মে মাসজুড়েই বাংলাদেশ দল ব্যস্ত থাকবে ওয়ানডে ও টি২০ সিরিজ খেলতে। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়ারল্যান্ডের মাটিতে আর ৪ ম্যাচের টি২০ সিরিজ ইংল্যান্ডের মাটিতে খেলবে বাংলাদেশ দল। ২৯ মে সিরিজের শেষ ম্যাচ খেলে পরদিন দেশে ফেরার কথা রয়েছে। সর্বশেষবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ঐতিহাসিক সাফল্য পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। ২০১৭ সালে হওয়া ২ টেস্টের সিরিজ ১-১ সমতায় শেষ হয়। সেই সিরিজে প্রথম টেস্টে মিরপুরে অসিদের প্রথমবারের মতো হারিয়ে দেয় বাংলাদেশ দল। বুধবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের সময়সূচী জানায় বিসিবি। আর সন্ধ্যায় বিসিবি সভাপতি পাপন জানালেন, একটি সূচী পরিবর্তনের ঘোষণা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ১৮ মার্চ এ. আর রহমানের কনসার্ট এবং ২১ ও ২২ মার্চ এশিয়া একাদশ-বিশ্ব একাদশের দু’টি টি২০ আয়োজনের ঘোষণা রবিবার দিয়েছিল বিসিবি। কিন্তু এদিন সন্ধ্যায় পাপন সংবাদ সম্মেলনে তা আপাতত স্থগিতের ঘোষণা দেন। মূলত করোনাভাইরাসের সংক্রমণ বাংলাদেশেও শুরু হওয়াতে সতর্কতামূলকভাবেই এমন সিদ্ধান্ত নেয় বিসিবি। এ সময় পাপন বলেন, ‘অবশ্যই, পরিস্থিতির ওপরে সিদ্ধান্ত নেয়া হয়েছে। দুটি অনুষ্ঠানই পিছিয়ে দেয়া হচ্ছে। মাসখানেক পরে পরিস্থিতি বুঝে আমরা আবার সূচী পুনঃনির্ধারণ করে ঘোষণা করব।’
×