ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আর ৪ দিন

প্রকাশিত: ১১:৩১, ১২ মার্চ ২০২০

আর ৪ দিন

স্টাফ রিপোর্টার ॥ আর মাত্র ৪ দিন বাকি। এরপরই অবসান হবে প্রতীক্ষার। শুরু হয়ে যাবে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদ্যাপন। মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশে আসছেন ফ্রান্সের খ্যাতিমান দার্শনিক, লেখক ও চলচ্চিত্র নির্মাতা বার্নার্ড হেনরি লেভি। ১৯৭১ সালে তিনি ছিলেন বয়সে তরুণ। ফরাসী তরুণ মহান মুক্তিযুদ্ধে যশোর-সাতক্ষীরা অঞ্চলে মুক্তিবাহিনীর সঙ্গে সম্পৃক্ত থেকে পাকিস্তানী বাহিনীর বর্বরতা ও মুক্তিযোদ্ধাদের লড়াই প্রত্যক্ষ করেছিলেন। পরে তিনি শেখ মুজিবুর রহমানের সঙ্গেও সাক্ষাত করেন। জানা গেছে, বঙ্গবন্ধুর প্রতি মুগ্ধতা থেকেই মুজিববর্ষ সামনে রেখে বাংলাদেশে আসছেন তিনি। বার্নার্ড হেনরি আগামীকাল ১৩ মার্চ মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ‘বাংলাদেশ : নিরাশা থেকে আশায়’ শীর্ষক বিশেষ বক্তৃতা প্রদান ও প্রশ্নোত্তর পর্বে মিলিত হবেন। মুক্তিযুদ্ধ জাদুঘর ও আলিয়ঁস ফ্রঁসেজ এ অনুষ্ঠানের আয়োজন করছে। তবে করোনাভাইরাসের হুমকির মুখে কিছু বড় আয়োজন কাটছাঁট করা হচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ টি-২০ ম্যাচ ও কনসার্ট আয়োজনের যে পরিকল্পনা হয়েছিল, শেষ মুহূর্তে সেটি বাতিল করা হয়েছে। করোনাভাইরাস থেকে বাঁচতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরবর্তীতে সুবিধাজনক সময়ে এসব আয়োজন করা হবে। বিসিবি সভাপতি নাজমুল হাসান বুধবার সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান। এর আগে ২১ ও ২২ মার্চ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুটি টি-২০ ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত হয়। এশিয়া একাদশ ও অবশিষ্ট বিশ্ব একাদশের মধ্যে ম্যাচ দুটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কাছাকাছি সময়ে ১৮ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এ আর রহমানের কনসার্ট। বিসিবি সভাপতি বলেন, ২১ ও ২২ মার্চ যে দুটি ম্যাচ ছিল, সেই ম্যাচ দুটি নিয়ে সমস্যা হচ্ছে। সব ক্রিকেটার এখানে এসে খেলতে পারবে, এমন কোন কথা নেই। খেলে যে আবার ফিরে যেতে পারবে, সেই নিশ্চয়তা নেই। অনেক প্রতিবন্ধকতা এসেছে অনেক জায়গা থেকে। সেজন্য আমরা এটি পিছিয়ে দিয়েছি। সামনে মাসখানেক পর পরিস্থিতি বুঝে আবার সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি। এ আর রহমানের কনসার্ট বিষয়ে তিনি বলেন, আমাদের হাতে দুটি বিকল্প ছিল। ১৮ তারিখে এ আর রহমানের একটি কনসার্ট করার কথা। সেটি আমরা ছোটভাবে করতে পারতাম। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি, বড়ভাবেই করব। সেজন্য ছোটভাবে না করে এটিকে পিছিয়ে দিয়েছি। ১৮ তারিখে হচ্ছে না। মাসখানেক পর পরিস্থিতি উন্নতি হলে ম্যাচ ও কনসার্টের সূচী নিয়ে পুনরায় আলোচনা করা হবে বলে জানান তিনি। এদিকে আগামী রবিবার থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লীগের নতুন মৌসুম। মাঠের স্বল্পতায় এবার লীগের প্রথম তিন রাউন্ডের খেলা হবে চট্টগ্রাম ও কক্সবাজারে। ঢাকার বাইরে ভ্রমণ নিয়ে শঙ্কা আছে কোন কোন দলের। তবে লিগ বন্ধ করার কোন ভাবনা তাদের নেই জানান বিসিবি সভাপতি। তিনি বলেন, লীগের ম্যাচে তো এমনিতেই দর্শক বেশি হয় না। তারপরও আমাদের চেষ্টা থাকবে মাঠে বড় জমায়েত না করার। খেলা চালিয়ে যাওয়া হবে। অবশ্য বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তানে খেলতে যাওয়ার ইস্যুটি আরও বড়। এ মাসের শেষেই একটি টেস্ট ও একটি ওয়ানডে খেলতে করাচিতে যাওয়ার কথা বাংলাদেশ দলের। করোনাভাইরাসের হুমকির মুখে সিদ্ধান্তে কি পরিবর্তন আসছে? জানতে চাইলে বিসিবি সভাপতি বলেন, শিগগিরই আলোচনায় বসে আমরা সিদ্ধান্ত নেব।
×