ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আর কেউ শনাক্ত হননি ॥ করোনায় আক্রান্ত তিনজনের মধ্যে ২ জন সুস্থ হয়ে উঠছেন

প্রকাশিত: ১১:২৬, ১২ মার্চ ২০২০

আর কেউ শনাক্ত হননি ॥ করোনায় আক্রান্ত তিনজনের মধ্যে ২ জন সুস্থ হয়ে উঠছেন

স্টাফ রিপোর্টার ॥ দেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজনের মধ্যে দুইজন সুস্থ হয়ে উঠছেন। তাছাড়া দেশে নতুন করে আর কেউ এই ভাইরাসে সংক্রমিত হননি বলে জানিয়েছে আইইডিসিআর। দেশব্যাপী কার্যক্রম শুরু করেছে ‘করোনাভাইরাস প্রতিরোধ কমিটি।’ বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত কমিটিগুলো ইতোমধ্যে সভা ডেকে ভাইরাস প্রতিরোধে নানা সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে। পাশাপাশি প্রতিটি সরকারী হাসপাতাল ও থানা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাস ইউনিট স্থাপন করা হয়েছে। প্রতিরোধ কমিটির ভূমিকায় দেশের বিভিন্ন এলাকায় স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে যাওয়া মানুষের সংখ্যা বেড়েছে কয়েকগুণ। বিদেশ ফেরত বা কোয়ারেন্টাইনে থাকলেও করোনাভাইরাস রোগী নন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুয়ায়ী বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই সব করা হচ্ছে বলে জানিয়েছে আইইডিসিআর। পাশাপাশি বিদেশ ফেরত সকল মানুষকে স্বেচ্ছায় ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বুধবার নিয়মিত অবহিতকরণ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। সংবাদ সম্মেলনে আইইডিসিআর’র পরিচালক অধ্যাপক ডাঃ মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, আমি আপনাদের একটা ভাল খবরই দিতে পারব। মঙ্গলবার আমরা যে পরীক্ষা করেছি তাতে তিনজনের মধ্যে দুজনের রিপোর্ট নেগেটিভ এসেছে। আপনারা জানেন যে, পর পর দুবার নেগেটিভ এলে আমরা তাদের ডিসচার্জ করে দিতে পারি। তিনজনের মধ্যে দুজন অলরেডি নেগেটিভ। তিনি আরও বলেন, আমরা আগেও বলেছি, তাদের কোন শারীরিক সমস্যা ছিল না। তারা সুস্থ আছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে প্রটোকল, সে অনুযায়ী আমরা তাদের রিলিজ করে দেব। অধ্যাপক ডাঃ সেব্রিনা ফ্লোরা বলেন, বুধবার স্বাস্থ্য অধিদফতরে স্বাস্থ্যসেবা মহাপরিচালক প্রফেসর ডাঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে কোভিড-১৯ নিয়ন্ত্রণে গঠিত ন্যাশনাল টেকনিক্যাল কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক বিমান-সমুদ্র-স্থলবন্দরে কয়েকটি স্থানে স্থাপনের জন্য বাংলাদেশ সরকার ৫টি স্ক্যানার ক্রয় করেছে। এছাড়াও সামিট গ্রুপ ৫টি স্ক্যানার ক্রয় করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে আগামীকাল (বৃহস্পতিবার) হস্তান্তর করবে। কোভিড-১৯ নিয়ন্ত্রণে সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করা ও সহযোগিতার পদ্ধতি নিয়ে আলোচনার জন্য বুধবার বিশ্ব ব্যাংক প্রতিনিধি দলের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। অধ্যাপক ডাঃ ফ্লোরা আরও বলেন, যে সব দেশে কোভিড-১৯ এর স্থানীয় সংক্রমণ ঘটেছে সে সব দেশ থেকে যাত্রী আসবেন (দেশী-বিদেশী যে কোন নাগরিক) তাদের ১৪ দিন স্বেচ্ছা/ গৃহ কোয়ারেন্টিন- এ থাকার অনুরোধ জানাচ্ছি। তাদের কারও মধ্যে যদি কোভিড-১৯ এর লক্ষণ দেখা যায় তবে অন্য কোথাও না যেয়ে প্রথমেই আইইডিসিআর-এর হটলাইনে যোগাযোগ করার অনুরোধ করা হলো। পৃথিবীর দুই-তৃতীয়াংশ দেশে স্থানীয় সংক্রমণ ঘটছে। তাই যে দেশে আছেন যেখানে আছেন সেখানেই অবস্থান করাই উত্তম। কারণ আরোহন, ট্রানজিট ও অবতরণের বিমান বন্দরসমূহের টার্মিনাল এবং বিমানের ভেতরে যে কোন যাত্রী/ ক্রু কোভিড-১৯ সংক্রমিত যাত্রী/ ক্রু দ্বারা সংক্রমিত হতে পারেন। সংক্রমিত যাত্রী/ ক্রু যে দেশে অবতরণ করবেন সে দেশে কোভিড-১৯ সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে, প্রথমেই সংক্রমণ ছড়াতে পারে আপনার পরিবারের সদস্যদের মাঝে। নিজেকে ও প্রিয়জনদের অতি সহজেই আপনি এ সংক্রমণ থেকে মুক্ত রাখতে পারেন। তাই অত্যাবশ্যকীয় নয় এমন আন্তর্জাতিক ভ্রমণকে নিরুৎসাহিত করা হচ্ছে। বিভিন্ন দেশে আক্রান্ত বাংলাদেশীদের বিষয়ে অধ্যাপক ডাঃ ফ্লোরা বলেন, সিঙ্গাপুর, আরব আমিরাত, ইতালি ছাড়া অন্য কোন দেশে এখনও পর্যন্ত কোন প্রবাসী বাংলাদেশী কোভিড-১৯ আক্রান্ত হননি। সিঙ্গাপুরে আইসিইউতে চিকিৎসাধীন বাংলাদেশী রোগীর অবস্থার উন্নতি হয়নি, আরেকজন প্রবাসী বাংলাদেশী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দিল্লীতে উহান থেকে আগত ২৩ বাংলাদেশী নাগরিক দিল্লী শহর থেকে ৪০ মাইল দূরে একটি কোয়ারেন্টিনে আছেন। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি বলে জানান অধ্যাপক ডাঃ মীরজাদী সেব্রিনা ফ্লোরা। ঔষধ প্রশাসন অধিদফতরে করোনাভাইরাস এর সংক্রমণ প্রতিরোধে ফেস মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ নিশ্চিত করতে এবং মূল্য নিয়ন্ত্রণ বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ত্ব করেন ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ মাহবুবুর রহমান। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি, মেডিক্যাল ডিভাইস ইম্পোটার্স এ্যাসোসিয়েশন, ঔষধ ও মেডিক্যাল ডিভাইস উৎপাদনকারী, বিক্রয়কারী ও আমদানিকারক প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিবৃন্দ। সভায় বাংলাদেশে করোনাভাইরাস এর সংক্রমণ প্রতিরোধে ফেস মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ নিশ্চিত করতে এবং মূল্য নিয়ন্ত্রণের বিষয়ে বলা হয়েছে, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর লক্ষ্য করা যাচ্ছে যে, বাজারে ফেস মাস্ক অধিক মূল্যে বিক্রয় করা হচ্ছে। সর্ব সম্মতিক্রমে থ্রি লেয়ার সার্জিক্যাল ফেস মাস্কের সর্বোচ্চ খুচরা মূল্য প্রতিপিস ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে। নির্ধারিত মূল্যের চাইতে অধিক মূল্যে ফেস মাস্ক বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ফেস মাস্ক উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহ কর্তৃক একই ডিস্ট্রিবিউটরকে একটি ইনভয়েসে ৫০০ (পাঁচ শত) পিস এর বেশি ফেস মাস্ক সরবরাহ না করার সিদ্ধান্ত গৃহীত হয়। হ্যান্ড স্যানিটাইজার উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহকে হ্যান্ড স্যানিটাইজারের প্রাপ্তি নিশ্চিত করতে ৫০ এমএল প্যাক সাইজে হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন ও সরবরাহ বৃদ্ধির নির্দেশনা প্রদান করা হয়। বগুড়া করোনোভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বগুড়ার হাসপাতালগুলোতে আইসোলেশন ইউনিট, বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র খুলে র‌্যাপিড রেসপেন্স টিম গঠন করা হয়েছে। একটি প্রতিষ্ঠানে কোয়ান্টেন সেন্টার খোলার সিদ্ধান্ত হয়েছে। হাসপাতালগুলোতে আক্রান্তদের চিকিৎসা সেবা দেয়ার পিপিই (পার্সোনাল প্রোটেকশন ইক্যুইপমেন্ট, যার মধ্যে থাকে বিশেষায়িত মাস্ক, গাউন, হ্যান্ড গ্লোভস, গগলস) খুবই সীমিত। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিজস্ব উদ্যোগে পিপিই সংগ্রহ করতে বলা হয়েছে। জেলা সিভিল সার্জন গউসুল আজিম চৌধুরী জানিয়েছেন বগুড়ায় করোনোভাইরাস রোগী শনাক্ত হয়নি। যে পরিবারের সদস্য বিদেশ থেকে আসছেন তাদের পর্যবেক্ষণে রেখে হোম কোরান্টেনে দুই সপ্তাহ থাকতে বলা হয়েছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বগুড়া সদর, গাবতলি ও সোনাতলায় যারা চীন, ইতালি, কুয়েত থেকে বগুড়ায় এসেছেন তাদের হোম কোয়ারেন্টাইনে পর্যবেক্ষণে রাখা হয়েছে। যারা আসছেন তাদেরও ১৪ দিন বাড়িতে থাকার পরামর্শ দেয়া হচ্ছে। গাজীপুর করোনাভাইরাসের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দেশব্যাপী অনুষ্ঠেয় ‘মুজিববর্ষ আন্তঃকলেজ ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ-২০২০’ কর্মসূচী স্থগিত করা হয়েছে। আগামী ১৮ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশব্যাপী কলেজসমূহে এ কর্মসূচী অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরিবর্তিত কর্মসূচীর তারিখ কলেজসমূহকে বিজ্ঞপ্তির মাধ্যমে যথাসময়ে জানিয়ে দেয়া হবে বলে বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম জানিয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। ইতালি থেকে পিএইচডি ডিগ্রী অর্জন শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফিরে আসার পর প্রতিষ্ঠানে তাকে নিয়ে আতঙ্ক সৃষ্টি হওয়ার পর মঙ্গলবার এ সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের প্রধান কর্মকর্তা মোহাম্মদ আবু তৈয়ব। তিনি বলেন, ৫ মার্চ ইতালি থেকে এসে তিনি স্বাস্থ্য পরীক্ষা করেছেন কিনা তা নিয়ে সন্দেহ আছে। তাই তাকে ১৫ দিনের জন্য বাসায় থাকার পরামর্শ দেয়া হয়েছে। ওই শিক্ষক বিশ্ববিদ্যালয়ে যোগ দেয়ার পরপরই তাকে নিয়ে তোলপাড় শুরু হয়, আতঙ্কিত হয়ে পরেন অনেকে। তবে ওই শিক্ষকের পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। ভৈরব করোনাভাইরাস রোগী সন্দেহে ভৈরবে ৩৪ জনকে ‘হোম কোয়ারেন্টাইনে’ রাখা হয়েছে। ‘হোম কোয়ারেন্টাইনে’ রাখা ৩২ পুরুষ। তারা সবাই বিদেশ ফেরত। বাকি দুজন নারী। পৌর ও ইউনিয়ন স্বাস্থ্য সহকারীরা হোম কোয়ারেন্টাইনের প্রধান পর্যবেক্ষক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন। করোনাভাইরাস প্রতিরোধ কমিটির পক্ষ থেকে সার্বক্ষণিক তাদের স্বাস্থ্যের খোঁজ নেয়া হচ্ছে। বুধবার থেকে ভৈরবে করোনাভাইরাস প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় ৫০ শয্যার একটি আইসোলেশন ইউনিট প্রস্তুত করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ভৈরবে প্রথমে হোম কোয়ারেন্টাইনে রাখা হয় গত সোমবার। ওই দিন সংখ্যা ছিল ১১ জন। মঙ্গলবার রাখা হয় ১৩ জনকে। বুধবার রাখা হয়েছে ১০ জনকে। প্রত্যেকের বাড়ির পৃথক কক্ষে তাদের রাখার ব্যবস্থা করা হয়েছে। তারা ১৪ দিন পর্যবেক্ষণে থাকবেন। এই সময় তাদের বাইরে চলাফেরা ও পরিবারের সদস্যদের সঙ্গে মেলামেশা নিষিদ্ধ করা হয়েছে। পরিবারের সদস্যদেরও চলাফেরা সীমিত করা হয়েছে। বিশেষ করে পরিবারের সদস্যদের নিজ ঘর ও আঙ্গিনা পর্যন্ত এলাকায় চলাফেরা সীমাবদ্ধ রাখতে বলা হয়েছে। হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের পর্যবেক্ষণে থাকা ইউনিয়ন স্বাস্থ্য সহকারী হুমায়ুন কবির বলেন, সবাইকে যথাযথ নিয়মের মধ্যে রাখা হয়েছে। পরিবারের সদস্যরাও সচেতন আছেন। ফলে সমস্যা হচ্ছে না। মেহেরপুর মেহেরপুরে করোনা সন্দেহে এক যুবককে ঢাকায় রেফার্ড করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সৌদি ফেরত ওই যুবক মেহেরপুর জেনারেল হাসপাতালে ঠা-া, জ্বর নিয়ে ভর্তি হয়। সেখানে করোনা আইসোলেশন ইউনিটের একটি কক্ষে রেখে তার চিকিৎসা দেয়া কথা বললে রোগীর স্বজনরা রেফার্ড করে রাতেই ঢাকার উদ্দেশে রওনা দেন। ওই যুবকের নাম তানভির আহমেদ (২৫)। তানভির আহমেদ পৌর এলাকার শেখপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে। সে চার দিন আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন বলে জানিয়েছেন প্রতিবেশীরা। মেহেরপুর জেনারেল হাসপাতালে আবাসিক মেডিক্যাল অফিসার (আর এম ও) ডাঃ মখলেছুর রহমান পলাশ জানান, তানভির নামের ওই যুবক ঠা-া ও জ্বর নিয়ে আমাদের এখানে আসেন। কিন্তু এক সপ্তাহ আগে সৌদি আরব থাকাকালীন তার ট্রাভেলিং একটা হিস্টোরি আছে। এজন্য আমরা তাকে করোনা আইসোলেশন ইউনিটে রেখে চিকিৎসা দেয়ার কথা জানায়। পরে পরিবারের লোকজন তাকে রেফার্ড করে ঢাকায় নিয়ে যায়। যশোর যশোরের চৌগাছায় গত ৭ ফেব্রুয়ারি ইতালি থেকে ফেরেন স্বামী-স্ত্রী। তিনদিন শহরে ওই ব্যক্তির পিতার বাড়িতে থাকেন। এরপর সোমবার শ্বশুরবাড়ি ঝিনাইদহ শহরের আরাপপুর মাস্টারপাড়ায় বেড়াতে যান। সেখানে মঙ্গলবার বিষয়টি জানাজানি হওয়ার পর ওই ব্যক্তির শ্বশুরের বাড়িতে একজন স্বাস্থ্য সহকারীর তত্ত্বাবধানে তাদের ১৪ দিনের ‘হোম কোয়ারেন্টাইনে’ রাখা হয়। এ বিষয়টি জানাজানি হওয়ার পরে বুধবার ওই দম্পতির পিতার পরিবারের ‘ছয়’ জনকে একজন চিকিৎসকের তত্ত্বাবধানে ‘হোম কোয়ারেন্টাইনে’ রাখা হয়েছে। তবে ওই দম্পতি বা তার পরিবারের কোন ব্যক্তির শরীরে করোনার কোন লক্ষণ পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ লুৎফুন্নাহার। চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ লুৎফুন্নাহার বলেন, আমি সকালেই সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানকে (আইইডিসিআর) ফোন করে নিশ্চিত হয়েছি ওই দম্পতির শরীরে করোনার কোন লক্ষণ পাওয়া যায়নি। তিনি আরও বলেন, বিষয়টি নিশ্চিত হওয়ার পর একজন চিকিৎসকের তত্ত্বাবধানে ওই দম্পতির পিতার পরিবারের ‘ছয়’ জনকে ‘হোম কোয়ারেন্টাইনে’ রাখার ব্যবস্থা করা হয়েছে। বিষয়টিতে আতঙ্কিত হওয়ার কিছু নেই জানিয়ে তিনি বলেন, আমি নিজে গিয়ে তাদের কিভাবে থাকতে হবে সে বিষয়ে বুঝিয়ে এসেছি। তারা নিজেরদের ঘরেই থাকবেন। এ বিষয়ে মোবাইল ফোনে ওই পরিবারের প্রধান বলেন, আমাদের শরীরে করোনার কোন লক্ষণ না থাকলেও যেহেতু ভাই-ভাবি ইতালি থেকে এসেছেন, সেহেতু আমাদের একজন ডাক্তারের তত্ত্বাবধানে ১৪ দিনের জন্য ‘হোম কোয়ারেন্টাইনে’ থাকতে বলা হয়েছে। ফেনী নতুন করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে বিদেশ থেকে আসা ১০ জনকে পারিবারিক কোয়ারেন্টাইনে পাঠিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। যদি কেউ আক্রান্ত হয় তাদের চিকিৎসা দেয়ার জন্য জেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে মোট ১০৫টি আইশোলেশন কর্নার তৈরির প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য বিভাগ। জেলা সিভিল সার্জন মোঃ সাজ্জাদ হোসেন জানান, করোনাভাইরাসের কারণে সন্দেহ হিসেবে তালিকাভুক্ত ইতালি থেকে ৮ জন, কুয়েত থেকে ১ জন ও চীন থেকে ১ জন মঙ্গলবার ফেনী এসেছে মর্মে ঢাকা থেকে জানানো হয়েছে। তবে বিমানবন্দরে এদের কারও শরীরে করোনাভাইরাসের লক্ষণ পাওয়া যায়নি। তথাপিও এসব প্রবাসীদের নাম ঠিকানা নিয়ে যোগাযোগ করে জেলা স্বাস্থ্য বিভাগ এদের প্রত্যেককে ১৪ দিন পারিবারিক কোয়ারেন্টাইনে থাকার পরমর্শ দিয়েছেন। সিভিল সার্জন বুধবার দুপুরে জেলা পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাত করে এদের বিষয় পুলিশ নজরদারি করার জন্য অনুরোধ করেছেন। মানিকগঞ্জ মানিকগঞ্জে বিদেশ ফেরত ৭৯ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে (নিজ বাড়িতে) রাখা হয়েছে। বুধবার পর্যন্ত এ জেলায় বিদেশ ফেরত ৭৯ ব্যক্তিকে এই ব্যবস্থায় রাখা হয়েছে। এদের মধ্যে ইতালি, সৌদি আরব, কুয়েতসহ বিভিন্ন দেশের। তবে এখন পর্যন্ত মানিকগঞ্জে করোনাভাইরাসে আক্রান্তের কোন খবর পাওয়া যায়নি। মানিকগঞ্জের সিভিল সার্জন ডাঃ আনোয়ারুল আমিন আখন্দ জানান, করোনাভাইরাস প্রতিরোধ ও আক্রান্ত ব্যক্তিদের তাৎক্ষণিক চিকিৎসা সেবা দিতে মানিকগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালের পুরোন ভবনে দোতলায় ১২ শয্যার নারী ও পুরুষের জন্য আলাদা দুটি করোনা আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে। এছাড়াও পৌর এলাকার কেউয়ারজানি এলাকায় জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউশনের নতুন ভবনে কোয়ারেন্টাইন ইউনিট খোলা হয়েছে এবং সেখানেও ১০০ শয্যার ব্যবস্থা করা হয়েছে। ফরিদপুর করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে ফরিদপুরের তিন ব্যক্তিকে পারিবারিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা তিনজনই সম্প্রতি ইতালি থেকে ফিরেছেন। ফরিদপুরের স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, পরিস্থিতির অবনতি হলে ফরিদপুরে সরকারী উদ্যোগে পৃথক কোয়ারেন্টাইন সেন্টার খোলা হবে। ফরিদপুর জেলা সিভিল সার্জন ডাঃ ছিদ্দিকুর রহমান জানান, গত ২ মার্চ শহরের ঝিলটুলীর বাসিন্দা তিন সহোদর ভাই ইতালি থেকে দেশে রওনা হন। ৩ মার্চ তারা দেশে ফিরেন। গত সোমবার রাতে বিষয়টি তারা জানতে পারেন এবং পরের দিন মঙ্গলবার থেকে তারা তাদের নিজেদের উদ্যোগেই বাসায় কোয়ারেন্টাইনে থাকার ব্যবস্থা নেন বলে ডাঃ সিদ্দিকুর রহমান জানান। চট্টগ্রাম করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কিছু পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ রেলওয়ে। এর মধ্যে রয়েছে বিদেশ থেকে আসা যাত্রীদের কাছে টিকেট বিক্রির ক্ষেত্রে সতর্কতা, প্রচারপত্র বিলি ও পরিষ্কার পরিচ্ছন্নতা। পূর্বাঞ্চলীয় রেলওয়ে অধীনস্থ সকল রুটেই এ পদক্ষেপগুলো কার্যকর করার নির্দেশনা রয়েছে। রেল সূত্রে জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মন্ত্রণালয় থেকে কিছু পদক্ষেপ বাস্তবায়নের নির্দেশনা আছে। সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছে রেল কর্তৃপক্ষ। বিদেশ থেকে আসা যাত্রীদের কাছ থেকে অন্তত পনেরো দিন ট্রেনের টিকেট বিক্রি না করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করতে যাত্রীদের কাছ থেকে প্রচারপত্র বিলি, ট্রেনের মাইক্রোফোনে সচেতনতামূলক অডিও প্রচার, প্রত্যেকটি বগির ওয়াশরুমে পর্যাপ্ত টিস্যু ও হাত পরিষ্কার করার সাবান ও স্যানিটাইজারসহ সরঞ্জাম রাখা হবে। কোন যাত্রীর শরীরে করোনা সংক্রমিত হয়েছে কিনা তা জানতে প্রাথমিক পদক্ষেপ হিসেবে তাপমাত্রা পরিমাপক যন্ত্র বসানো হচ্ছে ঢাকা, খুলনা ও বেনাপোল স্টেশনে। কুড়িগ্রাম দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগীর শনাক্তের খবরের পরপরই গত দুই দিন ধরে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার শূন্য হয়ে পড়েছে কুড়িগ্রাম। আচমকা চাহিদা বাড়ায় স্টক খালি হলেও পাইকারি বাজারে অস্বাভাবিক দাম বাড়ায় খুচরা ব্যবসায়ীরা এসব সামগ্রী বিক্রি বন্ধ করে দিয়েছে। বাগেরহাট নোভেল করোনাভাইরাস প্রতিরোধে বাগেরহাটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, সিভিল সার্জন ডাঃ কেএম হুমায়ুন কবির, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কবির উদ্দিন, মোরেলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফফারা তাসনীন, ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ পারভীনসহ অনেকে। নেত্রকোনা করোনাভাইরাস প্রতিরোধ ও আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে সতর্কতামূলক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। বিভাগের উদ্যোগে জেলার ১০টি সরকারী হাসপাতালে আইসোলেশন সেন্টার এবং আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোয়ারেন্টাইন ইউনিট চালু করা হয়েছে। তবে বুধবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহের কোন রোগী পাওয়া যায়নি। সিভিল সার্জন ডাঃ মোঃ তাজুল ইসলাম খান জনকণ্ঠকে এসব তথ্য জানিয়েছেন। হাতিয়া নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে করোনাভাইরাস নিয়ে এক সচেতনতা সভা অুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র একেএম ইউছুফ আলী। বক্তব্য রাখেন আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ ইউছুফ সোহাগ, হাতিয়া প্রেসক্লাবের সভাপতি কৃষ্ণ চন্দ্র মজুমদার, প্রকল্প কর্মকর্তা জাহিদ হাসান প্রমুখ। সভায় করোনাভাইরাস মোকাবেলায় উপজেলা পর্যায়ে করনিয় বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া হাতিয়ার বিভিন্ন অঞ্চলে মাইকিং করে সচেতনতা সৃষ্ঠির সিদ্ধান্ত হয়। সভাই বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা পর্যায়ের কর্মকর্তা, ডাক্তার ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মাদারীপুর দিল্লী ফেরত মাদারীপুর জেলার শিবচরের একজনকে পারিবারিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাকে কারও সঙ্গে মেলামেশা করতে নিষেধ করতে বলা হয়েছে। মঙ্গলবার ওই ব্যক্তি জ্বর কাশিসহ বিভিন্ন উপসর্গ নিয়ে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলে চিকিৎসকদের পরামর্শে তাকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। করোনাভাইরাস প্রতিরোধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ২টি করে বেড প্রস্তুত রাখা হয়েছে। শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, ‘দিল্লী ফেরত শিবচরের এক ব্যক্তি জ্বর কাশিসহ বিভিন্ন উপসর্গ নিয়ে মঙ্গলবার স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। যেহেতু দেশের বাইরে থেকে উনি এসেছেন, তাই তাকে আমরা হোম কোয়ারেন্টাইনে রাখার পরামর্শ দিয়েছি। স্থানীয় স্বাস্থ্যকর্মীর মাধ্যমে তার তত্ত্বাবধান চলছে। সিলেট সিলেটে করোনা সন্দেহে ৭০ বছর বয়সী মহিলা হাসপাতাল থেকে উধাও হওয়ার পর তিনি এখন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার তিনি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে সেখানে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। দিনাজপুর দিনাজপুরে ১৩ দিন আগে চীন ফেরত এক শিক্ষার্থী জ্বর-সর্দি ও কাশিতে আক্রান্ত হওয়ায় নাক ও গলার লালার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। একই সঙ্গে করোনাভাইরাস সন্দেহে তাকে হোম কোয়ারেন্টাইনে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বুধবার রংপুর আইইডিসিআরের দুই সদস্যের একটি দল অসুস্থ শিক্ষার্থীর নাক ও গলার লালার নমুনা সংগ্রহ করে নিয়ে গেছে। গত ২৭ ফেব্রুয়ারি চীনের জেজিয়াং প্রদেশ থেকে মালয়েশিয়া হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দিনাজপুরে আসেন ওই শিক্ষার্থী। শিক্ষার্থীর বাবা জ্বর-সর্দিতে আক্রান্ত হন। তাকেও পর্যবেক্ষণে রাখা হয়েছে। লালমনিরহাট করোনাকে ভয় নয়, প্রতিহত করুণ-এ ধরনের ব্যানার, ফেস্টুন আর স্লোগান নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিলেন প্রায় শতাধিক স্কাউটস শিক্ষার্থী। তাদের এ ধরনের উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন জেলার আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন। বুধবার দুপুর ১২টায় বাংলাদেশ স্কাউটস আদিতমারী শাখার উদ্যোগে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারী বুড়িরবাজার নামক স্থানে করোনা প্রতিরোধে করণীয় বিষয়ে লিফলেট বিতরণ করা হয়েছে।
×