ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নৌ ও সেনাবাহিনী, যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সম্মিলিত ফোর্সের সন্ত্রাসবিরোধী মহড়া

প্রকাশিত: ১০:৫৯, ১১ মার্চ ২০২০

নৌ ও সেনাবাহিনী, যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সম্মিলিত ফোর্সের সন্ত্রাসবিরোধী মহড়া

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বাংলাদেশ নৌবাহিনী, সেনাবাহিনী এবং যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিশেষায়িত ফোর্সের অংশগ্রহণে প্রথমবারের মতো আয়োজিত সন্ত্রাস ও জঙ্গীবাদবিরোধী সম্মিলিত মহড়া ‘থান্ডার ফিস্ট’ মঙ্গলবার শেষ হয়েছে। নৌবাহিনীর বিশেষায়িত কমান্ডো ফোর্স সোয়াড্স, সেনাবাহিনীর প্যারাকমান্ডো, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের মধ্যে পারস্পরিক বিশেষ অভিযান পরিচালনার সক্ষমতা এবং বিভিন্ন বিষয়ে পেশাগত জ্ঞান ও দক্ষতা বিনিময় ছিল এ মহড়ার প্রধান লক্ষ্য। আন্তঃবাহিনী গণসংযোগ বিভাগ সূত্রে জানানো হয়, ২৪ দিনব্যাপী এ মহড়ায় সন্ত্রাসবাদ দমনে হোস্টেজ রেসকিউ অপারেশন, সন্দেহজনক জাহাজে সার্চ ও সিজার অপারেশন, ইওডি ও ডেমোলিশন বিষয়ক প্রশিক্ষণ, অত্যাধুনিক অস্ত্র প্রশিক্ষণ এবং কমব্যাট মেডিক্যাল বিষয়ে প্রশিক্ষণ অন্তর্ভুক্ত ছিল। মঙ্গলবার জেলার পতেঙ্গায় নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াড্স ঘাঁটি বানৌজা নির্ভীকে এই মহড়ার সমাপনী অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর. মিলার, সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশ›স) রিয়ার এডমিরাল এম শাহীন ইকবাল, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার জাভেদ প্যাটেল এবং অংশগ্রহণকারী যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং সেনা ও নৌবাহিনীর বিশেষায়িত ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিগণ সফলভাবে মহড়া সম্পন্নের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানান এবং এ ধরনের মহড়ার আয়োজন সম্মিলিত সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে বিশেষ ভূমিকা রাখবে।
×