ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আর ৫ দিন

প্রকাশিত: ১০:৫৮, ১১ মার্চ ২০২০

আর ৫ দিন

স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাসের ঝুঁকি। তাই বলে মুজিববর্ষের আনন্দ উৎসবে তেমন ভাটা পড়ছে না। বরং একইরকম আগ্রহ নিয়ে চলছে ক্ষণগণনা। সে হিসেবে আর মাত্র ৫ দিন বাকি। এর পরই অবসান হবে প্রতীক্ষার। শুরু হয়ে যাবে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের উৎসব অনুষ্ঠান। সরকার ও আয়োজকদের পক্ষ থেকে এরই মাঝে পরিষ্কার করা হয়েছে, লোক সমাগম বেশি হয় এমন অনুষ্ঠান আপাতত আয়োজন করা হবে না। তবে আগামী ১৭ মার্চ থেকে পরবর্তী বছরের ১৭ মার্চ পর্যন্ত সময় হাতে রয়েছে। এ সময়টা আরও ভালভাবে কাজে লাগানোর জোর চেষ্টা করা হবে। বর্তমান প্রেক্ষাপটে যেসব উল্লেখযোগ্য অনুষ্ঠান স্থগিত করা হচ্ছে সেগুলো পরে নতুন দিন তারিখে বাস্তবায়ন করা হবে। বিশেষ করে বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধানের উপস্থিতিতে যেসব অনুষ্ঠানের আয়োজনের কথা ছিল সেগুলো নিয়ে নতুন করে শিডিউল করা হবে। মঙ্গলবার একই রকম আভাস দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। সাংবাদিকদের তিনি বলেছেন, আমন্ত্রিত বিদেশী গণ্যমান্য ব্যক্তিরা ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত যে কোন সময় উদযাপনে যোগ দেবেন। মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের অতিরিক্ত সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এবং নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভা-ারী। আরও কিছু পরিকল্পনা রয়েছে যেগুলো সংশ্লিষ্ট দেশ ও ব্যক্তির সঙ্গে কথা বলে রিশিডিউল করা হবে। এদিকে, ডিজিটাল বাংলাদেশ ধারণা বিশেষভাবে কাজে লাগানো হবে মুজিবর্ষে। পরিবর্তিত পরিস্থিতিতে সেভাবেই চিন্তা করা হচ্ছে বলে জানা গেছে।
×