ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পানির কলে রেড ওয়াইন

প্রকাশিত: ১১:২২, ১০ মার্চ ২০২০

পানির কলে রেড ওয়াইন

বেসিন ও বাথরুমের কল। সব জায়গা থেকেই পড়ছে এক ধরনের লাল তরল। সেটি সাধারণ কোন তরল পদার্থ নয় বরং রেড ওয়াইন। পানির বদলে ওয়াইন দেখে অবাক লোকজন। ইতালিতে ল্যাম্ব্রুসকো গ্রাসপারোসা নামের ওয়াইন খুব জনপ্রিয়। আর সেই ওয়াইনই যখন পানির কল দিয়ে বের হচ্ছে তা দেখে স্থানীয়রা খুবই অবাক হয়ে যান। পরে জানা যায়, পানির পাইপ লাইনে সমস্যা তৈরি হয়েছে। জানা গেছে, ওই ওয়াইনের পাইপ লিক করে মিশে যাচ্ছে পানির পাইপের সঙ্গে। আর সেই পানিই যাচ্ছে সেট্টেকানি এলাকার বাড়িগুলোতে। নামে ওই গ্রামের বাড়িতে বাড়িতে। -কোরিইরি
×