ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সারাদেশে দোল উৎসব পালিত

প্রকাশিত: ১১:২১, ১০ মার্চ ২০২০

সারাদেশে দোল উৎসব পালিত

বিশেষ প্রতিনিধি ॥ ফাল্গুনী পূর্ণিমা তিথি। বসন্ত বাতাসে রঙের ছড়াছড়ি। সোমবার দোলযাত্রা বা দোলপূর্ণিমার বৈঞ্চবীয় উৎসবে আবির, রঙ ও পিচকারি নিয়ে রঙ খেলায় মাতোয়ারা ছিলেন হিন্দু সম্প্রদায়ের সব বয়সী ছেলে-মেয়ে, নর-নারী। সখ্যতা আর হাসি-আনন্দের পুনর্মিলনীই যে দোলযাত্রা। নিজেদের রাঙানোর পাশাপাশি অশুভ শক্তির বিনাশ ও ন্যায় প্রতিষ্ঠায় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন পুণ্যার্থীরা। ঢাকাসহ সারাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় বুধবার শ্রীকৃষ্ণের দোলযাত্রা উৎসব পালন করেন। বসন্তের এই উৎসবটি বর্হিবঙ্গে হোলি নামে পরিচিত। পূরাণ বলে, ফাল্গুনী পূর্ণিমা তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ আবির, গুলাল নিয়ে রাধা ও গোপীদের সঙ্গে বৃন্দাবনে রঙ খেলছিলেন। সেই দ্বাপর যুগ থেকেই ফাল্গুনি পূর্ণির দিন শ্রীকৃষ্ণ ও রাধার মূর্তিতে আবির মেখে দোলায় চড়িয়ে কীর্তন করতে করতে শোভযাত্রায় নামেন ভক্তরা। এরপর একে অপরের গালে আবির মেখে একের অপরের কল্যাণ কামনা করেন। জগন্নাথে আনন্দ র‌্যালি জবি সংবাদদাতা জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে প্রতিবারের ন্যায় এবারও হোলি উৎসবে রঙে রঙে আনন্দে মুখরিত। সনাতন ধর্মাবলম্বীদের উৎসব হলেও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রং খেলায় মেতেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। সোমবার দোলযাত্রা উৎসব উপলক্ষে সকাল থেকেই রং খেলা নিয়ে শিক্ষার্থীরা মেতেছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। জবি ক্যাম্পাসে সনাতন শিক্ষার্থীবৃন্দের উদ্যোগে এ উৎসবকে ঘিরে এক আনন্দ র‌্যালির আয়োজন করা হয়।
×