ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইতালি থেকে আসা দুজনকে কিভাবে বিমানবন্দর থেকে ছেড়ে দেয়া হলো ॥ নাসিম

প্রকাশিত: ১১:১৯, ১০ মার্চ ২০২০

ইতালি থেকে আসা দুজনকে কিভাবে বিমানবন্দর থেকে ছেড়ে দেয়া হলো ॥ নাসিম

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেছেন, ইতালি থেকে ফেরত আসা ব্যক্তিদের বিমানবন্দর থেকে তাৎক্ষণিক কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা না করে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। করোনাভাইরাসে আক্রান্ত ইতালি থেকে আসা ওই দুজনকে কেন সঙ্গে সঙ্গে ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখা হলো না? বিমানবন্দর থেকে কিভাবে তাদের ছেড়ে দেয়া হলো? তারা তো গ্রামে ঘুরেছে। সব সতর্কতা অবলম্বনের পরও এই ধরনের ঘটনা কেন ঘটলো? এতে আমরা বিস্মিত হয়েছি। সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ এবং চলমান রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় মোহাম্মদ নাসিম আরও বলেন, প্রধানমন্ত্রীও বলেছেন, করোনার বিষয়ে সতর্ক থাকতে হবে, সবার স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। প্রধানমন্ত্রীর এই নির্দেশনা সবার যথাযথভাবে অনুসরণ করা উচিত। ১৪ দলের এই মুখপাত্র বলেন, ষড়যন্ত্রকারীরা ফের তৎপর। সুযোগ পেলেই ছোবল মারবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অর্জন যেন নষ্ট না হয়। সবাইকে মনে রাখতে হবে, আবার যদি অন্ধকার যুগ ফিরে আসে তাহলে আমরা কেউই রেহাই পাব না। তিনি বলেন, জিকে শামিমের জামিন করার বিষয়ে জড়িত আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দুঃখ লাগে ওই আইনজীবী আওয়ামী লীগের লোক। আওয়ামী লীগের সব অর্জন নষ্ট করতে কিছু মানুষ তৎপর। বারবার তারা শেখ হাসিনার অর্জনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।
×