ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ফেসবুকে ধস

প্রকাশিত: ০৯:০৪, ১০ মার্চ ২০২০

ফেসবুকে ধস

করোনাভাইরাসের প্রভাবে বিশ্বে টালমাটাল অবস্থা। জনস্বাস্থ্যের পাশাপাশি অর্থনৈতিক ব্যবস্থার ওপরও এর প্রভাব পড়েছে। বিশ্ব অর্থনীতিতে মন্দার আভাস পাওয়া যাচ্ছে। টান পড়েছে শীর্ষ ধনীদের অর্থভা-ারে। গত এক সপ্তাহে শীর্ষ ১০ ধনীর মোট ১৮.৮ বিলিয়ন অর্থসম্পদ কমে গেছে। সবচেয়ে বেশি কমেছে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের। তার অর্থের পরিমাণ ৪.১ বিলিয়ন কমে হয়েছে ৬৭ বিলিয়ন ডলার। করোনার প্রভাবে ফেসবুকে বিজ্ঞাপন কমে যাওয়াতে এটি হয়েছে। -ফোর্বস জবাব দিলেন মেলানিয়া মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প গত সপ্তাহে হোয়াইট একটি নির্মাণ কাজ তদারক করেন। সাউথ গ্রাউন্ডে টেনিস প্যাভিলিয়ন নির্মাণ কাজের অনেকগুলো ছবি তিনি টুইটারে শেয়ার করেন। বিষয়টি নিয়ে অনেকে নেতিবাচক মন্তব্য করে। তাদের কথা ছিল, এই মুহূর্তে সবাই যখন করোনা নিয়ে ব্যস্ত ফার্স্টলেডি তখন অপ্রয়োজনীয় কাজ করছেন। জবাবে মেলানিয়া লিখেছেন, ‘আমার কাজের সমালোচনা করা ও এ নিয়ে প্রশ্ন তোলাকে আমি উৎসাহিত করি। আমি মনে করি প্রত্যেকের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার আছে। -এপি
×