ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আমারই জন্মসনদ নেই ॥ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী

প্রকাশিত: ০৯:০৩, ১০ মার্চ ২০২০

আমারই জন্মসনদ নেই ॥ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী

নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) এবং ন্যাশনাল পপুলেশন রেজিস্টার (এনপিআর) নিয়ে ভারতে যখন তীব্র বিতর্ক তখন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্র শেখর জানালেন তার নিজেরই জন্মসনদ নেই। তিনি প্রশ্ন তুলেছেন, আমার নিজেরই যখন জন্মসনদ নেই, সেখানে কিভাবে আমি আমার পিতার জন্মসনদ পাব। শনিবার তিনি রাজ্যের বিধানসভায় এ প্রশ্ন তুলেছেন। তিনি এদিন এনপিআরের নতুন ফরমেট নিয়ে বক্তব্য রাখছিলেন, যা ১ এপ্রিল থেকে সামনে আনার পরিকল্পনা করছে ভারতের কেন্দ্রীয় সরকার। এ বিষয়ে ৬৬ বছর বয়সী এই মুখ্যমন্ত্রী বলেন, এ বিষয়টি আমাকে উদ্বিগ্ন করে তুলেছে। আমি তো জন্মেছিলাম এক গ্রামে। তখন সেখানে কোন হাসপাতাল ছিল না। গ্রামের মুরব্বিরা একটি ‘জন্মনামা’ লিখে রেখেছিলেন। তাতে কোন অফিসিয়াল সিল নেই। যখন জন্মেছিলাম, তখন আমাদের ছিল ৫৮০ একর জমি এবং একটি দালান। যখন আমিই আমার জন্মসনদ দিতে পারছি না, তখন কিভাবে দলিত শ্রেণীর মানুষ, উপজাতি ও গরিবরা তাদের জন্মসনদ জমা দেবেন! তেলেঙ্গানার এই মুখ্যমন্ত্রী আরও বলেন, পুরনো দিনে ধর্মীয় নেতাদের কাছে সন্তানের রাশিফল জানতে চাইতেন মুরব্বিরা। -জি নিউজ
×