ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেষ রাজকীয় গেটটুগেদারে হ্যারি ও মেগান

প্রকাশিত: ০৯:০৩, ১০ মার্চ ২০২০

শেষ রাজকীয় গেটটুগেদারে হ্যারি ও মেগান

ব্রিটেনের রাজ পরিবারের সিনিয়র সদস্যরা সোমবার একত্রিত হন। ধারণা করা হচ্ছে প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কলের নতুন জীবন শুরুর আগে এটাই সর্বশেষ রাজকীয় জমায়েত। দ্য কমনওয়েলথ সার্ভিস এ্যাট লন্ডনস ওয়েস্টমিনিস্টার এ্যাবে একটি বার্ষিক ইভেন্ট। জানুয়ারিতে হ্যারি ও মেগান তাদের রাজকীয় দায়িত্ব ছাড়ার চুক্তির পর এ বছর এই ইভেন্টেই প্রথমবারের জন্য হ্যারি ও মেগান রানি এলিজাবেথ, বড় ভাই প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটন এবং পিতা প্রিন্স চার্লস ও তার স্ত্রী ক্যামিলার সঙ্গে একত্রিত হন। জানুয়ারির চুক্তিটি এ মাসের শেষে কার্যকর হচ্ছে। ওই চুক্তি অনুযায়ী, নিজেদের ব্যয় নিজেরা বহন করার লক্ষ্যে এই দম্পতি মূলত উত্তর আমেরিকাতে একটি প্রগতিশীল নতুন ভূমিকা তৈরি করার চেষ্টা করবেন। হ্যারি (৩৫) এবং মেগান (৩৮) তাদের এইচআরএইচ উপাধিগুলো ব্যবহার বন্ধ করে দেবেন। তাদের ব্র্যান্ডিংযে ‘রয়্যাল’ শব্দ ব্যবহার করবে না এবং হ্যারি ‘প্রিন্স’ থাকবেন, তার সামরিক পদবি ত্যাগ করবেন। তারা রাজপরিবার ছাড়ার ঘোষণা দেয়ার পর বহু প্রাচীন এই রাজবংশটিতে অনেক ঝড় বয়ে যায়।-রয়টার্স
×