ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জাতিসংঘে ৭ মার্চের ভাষণের ওপর আলোচনা সভা

প্রকাশিত: ১২:১১, ৯ মার্চ ২০২০

  জাতিসংঘে ৭ মার্চের  ভাষণের ওপর  আলোচনা সভা

জনকণ্ঠ ডেস্ক ॥ ইউনেস্কোর ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ওপর জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের উদ্যোগে শনিবার আলোচনা সভার আয়োজন করা হয়। স্থায়ী মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। খবর বাসসর। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়। এরপর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ, ১৯৭৫’র ১৫ আগস্ট ইতিহাসের নিষ্ঠুরতম হত্যাকান্ডে নিহত জাতির পিতার পরিবারের সদস্যবৃন্দ, মুক্তিযোদ্ধা, দু’লাখ নির্যাতিত মা-বোন ও ভাষা শহীদসহ গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের সকল শহীদের আত্মার মাগফিরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অব্যাহত অগ্রযাত্রা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতের পর পরই রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করে শোনানো হয়।
×