ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাগুরায় ২ কোটি টাকা মূল্যের ১৫০ টন মধু সংগ্রহ

প্রকাশিত: ০৯:৫১, ৯ মার্চ ২০২০

 মাগুরায় ২ কোটি টাকা মূল্যের ১৫০ টন মধু সংগ্রহ

সঞ্জয় রায় চৌধুরী, মাগুরা ॥ মাগুরায় এ বছর ২ কোটি টাকা মূল্যের ১৫০ টন মধু সংগ্রহ করা হচ্ছে। এ বছর মাগুরার ৪ উপজেলায় ৩০টি এলাকায় মৌ খামার বসেছে। যেখানে দেড় হাজারের বেশি মৌ বক্স স্থাপিত হয়েছে। জানা গেছে, মাগুরায় সদর উপজেলার টিলা, সিতারামপুর, ইছাখাদা, আলমখালী, শালিখা উপজেলার আড়পাড়া, থইপাড়াসহ বিভিন্ন এলাকায় বর্তমানে মাঠে থাকা সরিষা, ধনিয়া ক্ষেতকে কেন্দ্র করে ৩০টি মৌ খামার বসিয়েছে খামারিরা। যেখানে দেড় হাজারের বেশি মৌ বক্স স্থাপিত হয়েছে। চলতি সরিষা মৌসুমে কমপক্ষে ১৫০ টন মধু সংগ্রহ হয়েছে। যার বাজার মূল্য কমপক্ষে ২ কোটি টাকা। প্রতিটি খামারে কাঠের বাক্সের মধ্যে থাকা কৃত্রিম উপায়ে তৈরি বিভিন্ন ধরনের মৌ বাক্সের মাধ্যমে খামারিরা এসব মধু সংগ্রহ করছেন। কৃষি বিভাগের দেয়া তথ্যমতে জেলায় এ বছর প্রায় ১৩ হাজার হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। এসব সরিষা ক্ষেতকে উপলক্ষ করেই বসেছে মৌ চাষীদের অন্তুত ৩০টি খামার।
×