ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

করোনা বাংলাদেশের প্রবৃদ্ধিতে প্রভাব ফেলবে না

প্রকাশিত: ০৯:৫০, ৯ মার্চ ২০২০

 করোনা বাংলাদেশের প্রবৃদ্ধিতে প্রভাব ফেলবে না

অর্থনৈতিক রিপোর্টার ॥ করোনাভাইরাসের কারণে বাংলাদেশের প্রবৃদ্ধি আট শতাংশের নিচে হবে না। করোনা আতঙ্ক বাংলাদেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে না। সকালে ঢাকার জাপানের রাষ্ট্রদূত এই সব কথা বলেন। তার দাবি, স্বল্প মেয়াদে দুদেশের বাণিজ্যে প্রভাব ফেললেও, মধ্য ও দীর্ঘ মেয়াদে এর কোন প্রভাব পড়বে না উভয় দেশের বাণিজ্যের ওপর। জাপান বাংলাদেশ চেম্বার অব কর্মাস এ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে সেমিনারে দুদেশের বাণিজ্যসহ দ্বিপাক্ষিক নানা দিক নিয়ে আলোচনা হয়। এসময় বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নের ওপর জোর দেন বক্তারা। মূল অতিথির বক্তব্যে ঢাকায় জাপানের রাষ্ট্রদূত কথা বলেন করোনাভাইরাসের প্রভাব নিয়ে। বলেন, বাংলাদেশের প্রবৃদ্ধির ওপর এই ভাইরাস কোন নেতিবাচক প্রভাব ফেলবে না। নিজ দেশে করোনার সম্পর্কে তিনি বলেন, আগামী সপ্তাহের মধ্যে জাপান এটি নিয়ন্ত্রণে সমর্থ হবে। এর ফলে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে কোন দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে না বলেও আশ্বস্ত করেন জাপানী রাষ্ট্রদূত।
×