ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এসএমইতে বাড়ছে নারীর অংশগ্রহণ

প্রকাশিত: ০৯:৪৯, ৯ মার্চ ২০২০

 এসএমইতে বাড়ছে নারীর অংশগ্রহণ

অর্থনৈতিক রিপোর্টার ॥ শুধু শখেরবশে নয় বরং নতুন কিছু করা, নিজের পায়ে দাঁড়ানো বা উদ্যোক্তা হতেই ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ধীরে ধীরে বাড়ছে নারীর অংশগ্রহণ। যার প্রতিফলন দেখা যায়, ৮ম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২০-এ। নারী উদ্যোক্তারা বললেন, নিজ পরিবারের পাশাপাশি তারা অবদান রাখতে পারছেন জাতীয় অর্থনীতিতেও। ইশরাত জাহান চৌধুরী। তুলিকা নামের একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। এসএমই মেলায় দেয়া পাটপণ্যের স্টল থেকে স্থানীয় বাজারের পাশাপাশি বিদেশের বাজারে পণ্য রফতানির অর্ডার পাচ্ছেন তিনি। তুলিকার মতো হাজারো নারীর পদচারণায় মুখর ৮ম জাতীয় এসএমই মেলা। কি নেই এখানে। দেশীয় কাপড় থেকে শুরু করে ঘর সাজানোর নানা পণ্য, চামড়া, ইলেকট্রিক, লাইট ইঞ্জিনিয়ারিং কিংবা প্রক্রিয়াজাত খাবার এখানে সুলভে পাওয়া যাচ্ছে। আর এ পণ্যগুলো দেশের বাজারের পাশাপাশি রফতানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশেও। মিলছে পরিবেশ বান্ধব পণ্যও। গাছের বাকল থেকে তৈরি ঘর সাজানোর পণ্যের রফতানি অর্ডারও আসছে বেশ। পিছিয়ে নেই দেশীয় খাবারের দোকানগুলোও। সম্ভাবনার এসএমই খাতে নারীদের অংশগ্রহণ ভবিষ্যতে আরও বাড়বে বলে আশা অংশগ্রহণকারীদের।
×