ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চীনে কোয়ারেন্টাইনে ব্যবহৃত হোটেল ধসে ৭০ জন আটকা

প্রকাশিত: ১২:৫৯, ৮ মার্চ ২০২০

 চীনে কোয়ারেন্টাইনে  ব্যবহৃত হোটেল  ধসে ৭০ জন আটকা

জনকণ্ঠ ডেস্ক ॥ চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের শেনজং শি শহরে একটি হোটেল ধসে প্রায় ৭০ জন লোক আটকা পড়েছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে এবং রাত প্রায় ৯টার দিকে ভবনটির ধ্বংসস্তূপ থেকে ২৩ জনকে উদ্ধার করা হয় বলে শহর কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে রয়টার্স। খবর ইয়াহু নিউজের। হোটেলটি করোনাভাইরাস আক্রান্তদের কোয়ারেন্টাইনে রাখার জন্য ব্যবহৃত হচ্ছিল বলে চীনের ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির মুখপাত্র পিপলস ডেইলি জানিয়েছে। খবরে ভবন ধসের কোন কারণ জানানো হয়নি। প্রকাশিত খবরে জানা গেছে, হোটেলটি ২০১৮ সালে চালু হয়েছিল এবং এতে অতিথিদের জন্য ৮০টি কক্ষ ছিল। শুক্রবার পর্যন্ত ফুজিয়ান প্রদেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ২৯৬ জন। প্রদেশটিতে আক্রান্তদের সংস্পর্শে আসা ১০ হাজার ৮১৯ জনকে পৃথক অবস্থায় পর্যবেক্ষণে (কোয়ারেন্টাইন) রাখা হয়েছে।
×