ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জীবাণুমুক্ত করতে গিয়ে

প্রকাশিত: ১১:২৭, ৮ মার্চ ২০২০

জীবাণুমুক্ত করতে গিয়ে

চীনের জিয়াংশু প্রদেশের জিয়াংয়িন এলাকার আন্ট লি নামে এক নারী ইয়েন জীবাণুমুক্ত করতে গিয়ে সব নোট পুড়িয়ে ফেলেছেন। চীনা সংবাদমাধ্যম সূত্রের খবর, চীনের সিআইটিআইসি ব্যাংকের শাখা থেকে অর্থ তুলেছিলেন তিনি। ব্যাংক নোট থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে বলে আগেই সতর্ক করেছিলেন চিকিৎসকরা। সেই কথা ভেবেই নোটগুলোকে জীবাণুমুক্ত করতে মাইক্রোওয়েভে পুরে দিয়েছিলেন লি। আর তা করতে গিয়েই পুড়ে ছাই হয়ে যায় ওই নোটগুলো। ঘটনার পর ব্যাংকে গেলেও সেই পোড়া নোটের নম্বর উদ্ধার করা সম্ভব হয়নি। করোনা আক্রান্ত চীনে কাগজের নোট যথাসম্ভব কম ব্যবহার করার অনুরোধ জানিয়েছেন বিশেষজ্ঞরা। তার পরিবর্তে ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়ে লেনদেন করার পরামর্শ দিয়েছেন তারা। এদিকে গত মাসের মাঝামাঝি সময়ে হংকংয়ের একটি দোকানে হঠাৎই একদল সশস্ত্র দুষ্কৃতি হামলা চালিয়ে টয়লেট পেপার রোল ডাকাতি করে। করোনা-সঙ্কটে টয়লেট পেপার নিয়ে হাহাকার পড়ে গেছে সিঙ্গাপুর, জাপান, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ বহু দেশেই। -ইন্ডিপেন্ডেন্ট
×