ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মানবিক কারণে খালেদাকে মুক্তি দেয়া উচিত ॥ সেলিমা

প্রকাশিত: ১১:২৬, ৮ মার্চ ২০২০

মানবিক কারণে খালেদাকে মুক্তি দেয়া উচিত ॥ সেলিমা

স্টাফ রিপোর্টার ॥ কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শরীরের অবস্থা খুবই খারাপ উল্লেখ করে তাঁর সেজ বোন সেলিমা ইসলাম বলেছেন, আমরা মনে করি, মানবিক কারণে তাঁকে মুক্তি দেয়া উচিত। শনিবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল কেবিনে চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সর্বশেষ জামিন আবেদন করার বিষয়ে তিনি সবকিছু জানেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেলিমা ইসলাম বলেন, উনি এসব বিষয়ে সবকিছু জানেন। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা খালেদা জিয়াকে জীবিত অবস্থায় হাসপাতাল থেকে নিয়ে যেতে পারব কিনা, সেটা নিয়ে সন্দিহান। সেলিমা ইসলাম বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা আগের মতোই আছে। কোন কিছুর পরিবর্তন হয়নি। শ্বাসকষ্টের কারণে উনি নিশ্বাস নিতে পারছেন না। তার বাম হাতটা সম্পূর্ণ বেঁকে গেছে। সোজা হয়ে দাঁড়াতে পারছেন না, কোন কিছু খেতে পারছেন না, খেলেও বমি হচ্ছে। কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করতে বিএসএমএমইউ হাসপাতাল কেবিনে বিকেল ৩টায় প্রবেশ করেন তাঁর স্বজনরা। প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান করে খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ-খবর নেন তারা। খালেদা জিয়ার সেজ বোন সেলিমা ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন ছোট ভাই শামীম ইস্কান্দার, ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা, ভাতিজা অভিক ইস্কান্দার, ভাগ্নি সামিয়া ইস্কেন্দার। উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা নিয়ে কারাবন্দী হন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। পরিবারের সদস্য ও বিএনপির পক্ষ থেকে উন্নত চিকিৎসার দাবি জানানোর পর গত বছর ১ এপ্রিল থেকে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল কেবিনে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে তাঁকে।
×