ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজধানীতে র‌্যাবের অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার

প্রকাশিত: ১১:২৬, ৮ মার্চ ২০২০

রাজধানীতে র‌্যাবের অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর শাহআলী থানাধীন উত্তর বিশিল এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ব্যক্তি উদ্ধার এবং অপহরণকারী চক্রের সাত সদস্যকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-৪ এর একটি দল বিকাশে মুক্তিপণ আদায়ের সময় শনিবার সকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের আটক ও অপহৃতকে উদ্ধার করে। এ সময় তাদের কাছ থেকে ৩০ হাজার টাকা ও পাঁচটি মোবাইল জব্দ করা হয়। আটককৃতরা হলেন মোসাঃ সোহাগী বেগম (৪৮), স্বর্ণা আক্তার (১৯), শয়ন হোসেন (২০), নয়ন হোসেন (২১), রিতা বেগম (৪০), রাজিয়া সুলতানা রিমা (৪০), আব্দুল জলিল (৪৫)। এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, অপহৃত আব্দুল হামিদের (৫০) পূর্বপরিচিত মোসাঃ সোহাগী বেগম গত ৬ মার্চ তার শাহআলী থানাধীন ভাড়া বাসায় অসৎ উদ্দেশে ফোন করে ডেকে নেন। সেখানে উল্লেখিত আসামিরাসহ অজ্ঞাতনামা ৪/৫ জন তাকে আটক রেখে মারপিট এবং লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের এক লাখ টাকা না দিলে মেরে ফেলার হুমকি দেয়। এ সময় ভিকটিম কাছে থাকা নগদ ১০ হাজার টাকা দেয় এবং মোবাইল ফোনের মাধ্যমে পরিচিতদের কাছ থেকে ৪৫ হাজার টাকা বিকাশে সংগ্রহ করে দেয়। বিষয়টি জানাজানির পর অপহৃতের এক আত্মীয় র‌্যাব-৪ সিও বরাবর লিখিত অভিযোগ করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব বিকাশে টাকা গ্রহণকালে অপহরণকারীদের আটক করে। তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে অসৎ উদ্দেশে ডেকে লোক চক্ষুর অন্তরালে জিম্মি ও মুক্তপণ আদায় করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
×