ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

করোনার প্রভাবে মুজিববর্ষের অতিথিদের সফর বাতিল হয়নি ॥ পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১১:২৩, ৮ মার্চ ২০২০

করোনার প্রভাবে মুজিববর্ষের অতিথিদের সফর বাতিল হয়নি ॥ পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, করোনার প্রভাবে মুজিববর্ষের অনুষ্ঠানে আমন্ত্রিত বিদেশী অতিথিদের কারও সফরসূচী এখন পর্যন্ত বাতিল হয়নি। শনিবার সকালে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, করোনাভাইরাসের কারণে মুজিববর্ষ উদ্যাপনে বিদেশী অতিথিদের আগমনে প্রভাব পড়বে না। এ বিষয়ে সরকার যথেষ্ট সজাগ ও সতর্ক রয়েছে। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী। মুজিব জন্মশতবর্ষের টানা ২০ দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন ও ঐতিহাসিক ৭ মার্চ উদ্যাপন উপলক্ষে সিলেটে বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ম্যুরালটি উন্মোচন করেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সাংসদ ড. একে আব্দুল মোমেন। বেলা আড়াইটায় নগরীর রিকাবীবাজারের জেলা স্টেডিয়ামের বহিরাঙ্গনে বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন করেন মন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ। নগরীর রিকাবীবাজারের জেলা স্টেডিয়ামের বহিরাঙ্গনে ‘নব প্রজন্মের নব চেতনায় বঙ্গবন্ধু’ শীর্ষক প্রতিপাদ্যে ২০ দিনব্যাপী মুজিববর্ষের প্রথম পর্বের বিভিন্ন কর্মসূচী শুরু হয়েছে।
×