ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুজিববর্ষ ॥ বাংলাদেশ ও ভারতীয় শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শনী

প্রকাশিত: ০৯:৪২, ৮ মার্চ ২০২০

মুজিববর্ষ ॥ বাংলাদেশ ও ভারতীয় শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শনী

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৭ মার্চ ॥ মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ ও ভারতীয় শিল্পীদের ‘সম্প্রীতির সুষমা’ যৌথ শিল্পকর্ম প্রদর্শনী ও শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা শনিবার গাইবান্ধা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। ঢাকার চার শিল্পীদের সংগঠন চিত্রকল্প নামে সংগঠনটি স্বেচ্ছাসেবী সংগঠন এসকেএস ফাউন্ডেশনের সহযোগিতায় ৭ থেকে ১৭ মার্চ পর্যন্ত ১১ দিনব্যাপী এই চিত্র প্রদর্শনীর আয়োজন করে। বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী শাহ মাইনুল ইসলাম শিল্পুর সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন, জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা, অতিরিক্ত পুলিশ সুপার মইনুল হক, এসকেএস ফাউন্ডেশনের নির্বাহী প্রধান রাসেল আহমেদ লিটন এবং ভারতের কুচবিহারের দিনহাটার উত্তর বাংলা চার কলা সোসাইটির সেক্রেটারি রতীন্দ্র নাথ সাহা ও চিত্রকল্পের আহ্বায়ক মেহেদী হাসান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শিরিন আকতার। ভারতের আটজন ও বাংলাদেশের ১২ জন শিল্পীর চিত্র প্রদর্শনীতে প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনীতে ভারতীয় শিল্পী রতীন্দ্র নাথ সাহা, বিপদভঞ্জন সিকদার, বিমল দে সরকার, তরুণ কুমার মিত্র, মনতোষ বসাক, উত্তম বর্মন, জীবন বর্মন, অনুকুল বর্মন এবং বাংলাদেশের শিল্পী ইসতিয়াক তালুকদার সানি, আলাউদ্দীন আহমেদ, শাহ মাইনুল ইসলাম শিল্পু, সাইফুল ইসলাম চৌধুরী ইমরুল, আব্দুল মতিন, শিশির মল্লিক, উম্মে হাবিবা সুমি, মেহেদী হাসান, সাঈম মুনীর, সন্দীপ কুমার দেবনাথ, মাহিন মাহনুমা পালোমা ও বাসুদেব সাহার জলরং, তেল রং, এ্যাক্রিলিক, মিশ্র, কাগজ মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, স্বাধীনতা যুদ্ধ, প্রকৃতি পরিবেশ নিয়ে আঁকা চিত্র প্রদর্শিত হয়।
×